সাম্প্রতিক আপডেট তথ্য


১।বর্তমানে ধান উৎপাদনে শীর্ষ দেশ
– চীন (বাংলাদেশ- ৩য়)
চাল উৎপাদনে শীর্ষ দেশ-
-চীন (বাংলাদেশ- ৪র্থ
চাল রপ্তানিতে শীর্ষ দেশ- ভারত
চাল আমদানিতে শীর্ষ দেশ-
চীন (বাংলাদেশ – ২য়)

২। ষষ্ঠ আদমশুমারি হয় ১৫-২৫ জুন ২০২২।
স্বাধীন বাংলাদেশে
প্রথম জনশুমারি হয় ১৯৭৪ সালে।
১৯৮১ সালে দ্বিতীয়,
১৯৯১ সালে তৃতীয়,
২০০১ সালে চতুর্থ এবং
২০১১ সালে পঞ্চম জনশুমারী অনুষ্ঠিত হয়।

৩। দেশের নবনিযুক্ত (২৩ তম) প্রধান বিচারপতি হতে যাচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী।

৪। জাতিসংঘে আর্থিক অবদানের ক্ষেত্রে ১ম- যুক্তরাষ্ট্র; ২য়- চীন; ৩য়- জাপান।

৫। প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করেছে নাসার সৌরযান “পার্কার”।

৬। ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫ তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ।
সূত্র : Centre for Economic & Business Research