এক নজরে পদ্মা সেতু রেল সংযোগ, অর্থনীতির সূচক ও এলিভেটেট এক্সপ্রেসওয়ে
পদ্মা*সেতুতে_রেল*_সংযোগ*_উদ্বোধন*
▪️পদ্মা সেতু উদ্বোধন হয়- ২৫ জুন, ২০২২
▪️পদ্মা সেতুতে রেল সংযোগ উদ্বোধন হয়- ১০ অক্টোবর ২০২৩
✅জানুন, পদ্মা সেতু ও রেল সংযোগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
▪️ভিত্তি প্রস্তর স্থাপন করেঃ ৪ জুলাই, ২০০১।
▪️দৈর্ঘ্যঃ ৬.১৫ কি.মি আর ডায়াডাক্ট- ৩.১৮ কি.মি।
▪️মোট পিলার সংখ্যাঃ ৪২টি।
▪️মোট স্প্যান সংখ্যাঃ ৪১টি।
▪️সর্বশেষ ৪১তম স্প্যান বসানো হয়ঃ ১০ ডিসেম্বর ২০২০ সালে
▪️পদ্মা সেতুতে যে ধরনের রেল লাইনের সংস্থান আছে- ডুয়েল গেজ লাইন।
▪️রেল সংযোগ লাইনের সংখ্যাঃ ১টি (মিটারগেজ: ব্রডগেজ)।
▪️ভূমিকম্পন সহনশীলঃ ৯ মাত্রা।
▪️সড়ক সেতুতে লেন সংখ্যা ৪টি।
▪️মোট ব্যয়ঃ ৩০ হাজার ১৯৩.৩৯ কোটি টাকা।
▪️দুই প্রান্তঃ মাওয়া (মুন্সিগঞ্জ) ও জাজিরা (শরীয়তপুর)
▪️আয়ুষ্কালঃ ১০০ বছর।
▪️পদ্মা সেতু বিশ্বের দীর্ঘতম ট্রাস(Truss ) সেতু।
▪️বিশ্বে বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতুঃ ২৫তম।
▪️পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায়- ৬ষ্ঠ।
▪️সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান মূল সেতু - চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ।