সাম্প্রতিক সাধারণ জ্ঞান- মে, ২০২৩
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন : ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স- অ্যান্ড লিটারেচার (FOSWAL) কাকে বিশেষ সাহিত্য সম্মাননায় ভূষিত করে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
প্রশ্ন : কলাগাছের সুতায় তৈরি প্রথম শাড়ি ‘কলাবতী’র কারিগরের নাম কী?
উত্তর : রাধাবতী দেবী ।
প্রশ্ন : ‘বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর’ কোথায় নির্মিত হবে?
উত্তর : কক্সবাজার।
প্রশ্ন : প্রথমবারের মতো পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করে কবে?
উত্তর : ৪ এপ্রিল ২০২৩ ৷
প্রশ্ন : পদ্মা সেতুতে প্রথম ট্রেন চালকের নাম কী?
উত্তর : রবিউল ইসলাম ।
প্রশ্ন : জাতিসংঘের ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পারসন্স অন জিরো ওয়েস্ট’-এর সদস্য হিসেবে নিয়োগ পান কে?
উত্তর : অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (প্রথম বাংলাদেশি)।
প্রশ্ন: ৯ এপ্রিল ২০২৩ ষষ্ঠ জনশুমারি ২০২২ এর সমন্বয়কৃত তথ্য অনুযায়ী, গ্রামে ও শহরে কত শতাংশ জনগণ বাস করে?
উত্তর : মোট জনসংখ্যার ৬৮.৩৪% গ্রামে ও ৩১.৬৬% শহরে ।
প্রশ্ন : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) তথ্য মতে, ২০২৩ সালের মার্চ মাসে মূল্যস্ফীতির হার কত ছিল?
উত্তর : ৯.৩৩% ।
প্রশ্ন : ২৬ মার্চ ২০২৩ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : বাংলাদেশ স্ট্রিট ।
প্রশ্ন : দেশের প্রথম Mobile Financial Services (MFS) সেবাযুক্ত আর্থিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : নগদ ফাইন্যান্স পিএলসি।
প্রশ্ন : বাংলা কিউআর কী?
উত্তর : বাংলা কিউআর হলো দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (MFS) অ্যাপভিত্তিক লেনদেন নিষ্পত্তির একটি অভিন্ন ‘প্ল্যাটফর্ম।
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন: যুক্তরাষ্ট্রে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় গণতন্ত্র সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ২৯-৩০ মার্চ ২০২৩
প্রশ্ন : প্রথম ইউরোপীয় দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা AI চ্যাটবট, চ্যাটজিপিটি প্রযুক্তি নিষিদ্ধ ঘোষণা করে কোন দেশ?
উত্তর : ইতালি ।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে কবে গ্রেপ্তার হন?
উত্তর : ৪ এপ্রিল ২০২৩।
প্রশ্ন : ‘পিতৃভূমির রক্ষাকর্তা’ নামে নতুন তহবিল গঠন করে কোন দেশ?
উত্তর : রাশিয়া (ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের পরিবারের কল্যাণার্থে)।
প্রশ্ন : ৬ এপ্রিল ২০২৩ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান কোথায় বৈঠকে বসেন?
উত্তর : বেইজিং, চীন ।
প্রশ্ন : বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট এর কোম্পানির নাম কী?
উত্তর : LVMH ।
প্রশ্ন : জার্মানির প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হয় কবে?
উত্তর : ১৯৬৭ সালে।
প্রশ্ন : ৩২তম,আরব লীগ শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৯ মে ২০২৩; রিয়াদ, সৌদি আরব।
প্রশ্ন : ২০২৩ সালের মার্চে কোন ধরনের বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু হয়?
উত্তর : H3N8 (চীনের গুয়াংডং প্রদেশে
প্রশ্ন : ২০২৩ সালের NUMBEO’র তথ্য অনুসারে, যানজটে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : নাইজেরিয়া ।
প্রশ্ন: ২০২৩ সালের NUMBEO’র তথ্য অনুসারে, যানজটে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: তৃতীয় ।
প্রশ্ন : TEMPO’র পূর্ণরূপ কী ?
উত্তর : Tropospheric Emissions; Monitoring of Pollution.
প্রশ্ন: DAGGER’র পূর্ণরূপ কী?
উত্তর : Deep Learning Geomagnetic Perturbation.
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : ICC’র ২০২৩ সালের মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটার কে?
উত্তর: সাকিব আল হাসান (বাংলাদেশ)।
প্রশ্ন : ২৬ মার্চ ২০২৩ টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় লাভ করে কোন দেশ?
উত্তর : দক্ষিণ আফ্রিকা (২৫৮ তাড়া করে উইন্ডিজের বিপক্ষে)।
শ্ন : ২৭ মার্চ ২০২৩ লিওনেল মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করে কোন সংস্থা?
উত্তর : দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (CONMEBOL)।
প্রশ্ন : অনূর্ধ্ব-১৭ নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : রাশিয়া (রানার্স আপ-বাংলাদেশ)।
প্রশ্ন : প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (MCC) আজীবন সদস্য হন কে?
উত্তর: মাশরাফী বিন মোর্তুজা ।
প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর ১৩তম ওয়ানডে বিশ্বকাপের লোগোর নাম কী?
উত্তর: নাভারাসা (অর্থ নয় আবেগ)।
প্রশ্ন : ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়ের নাম কী?
উত্তর: লিওনেল মেসি।
প্রশ্ন : ৬ এপ্রিল ২০২৩ প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষ দেশ কোনটি?
উত্তর: আর্জেন্টিনা; বাংলাদেশ ১৯২তম।
প্রশ্ন : সাকিব আল হাসানের প্রথম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী ?
উত্তর : অমলিন থাকুক প্রতিটি হাসি।