২০২৩ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা ১৩০ টি প্রশ্নোত্তর



প্রশ্ন : ‘মজলুম শব্দের অর্থ কি?

উত্তর : অত্যাচারিত।

প্রশ্ন : ‘সনেট এ কয়টি চরণ থাকে?

উত্তর : ১৪ ।

 

প্রশ্ন : ‘সমুদ্রে মাছ আছে-এখানে ‘সমুদ্রে কোন কারক?

উত্তর : অধিকরণ কারক ।

 

প্রশ্ন : ‘ফিরিঙ্গি কাদের বলা হয়?

উত্তর : পর্তুগিজদের ।

 

প্রশ্ন : ‘বনফুল-কার ছদ্মনাম?

উত্তর : বলাইচাঁদ মুখোপাধ্যায় ।

 

প্রশ্ন : মহাকবি আলাওল কোন যুগের কবি?

উত্তর : মধ্যযুগ ।

 

প্রশ্ন : ‘দান করার ইচ্ছা এককথায় প্রকাশ করুন

উত্তর : দিৎসা ।

 

প্রশ্ন : ‘একাত্তরের দিনগুলি কার লেখা?

উত্তর : জাহানারা ইমাম ।

 

প্রশ্ন : কোনটি দ্বন্দ্ব সমাস?

উত্তর : দম্পতি।

 

প্রশ্ন : কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

উত্তর : ইতি ।

 

প্রশ্ন : লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

উত্তর : কবিরাজ ।

 

প্রশ্ন : ‘আবোল-তাবোল কার লেখা?

উত্তর : সুকুমার রায় ।

 

প্রশ্ন : ‘পাণিনি ছিলেন?

উত্তর : ব্যাকরণবিদ ।

 

প্রশ্ন : ‘কাকনিদ্রা শব্দটির অর্থ কি?

উত্তর : অগভীর সতর্ক নিদ্রা ।

 

প্রশ্ন : প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন কোনটি?

উত্তর : চর্যাপদ ।

 

প্রশ্ন : ‘জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর : স্থাবর

 

প্রশ্ন : কোন দুটি অঘোষ ধ্বনি?

উত্তর : চ, ছ ।

 

প্রশ্ন : বাংলা ভাষার স্বরবর্ণ কতটি?

উত্তর : ১১

 

প্রশ্ন : ‘গোঁফ খেজুরে-বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয়?

উত্তর : নিতান্ত অলস ।

 

প্রশ্ন : ‘সোনার তরী গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।

 

প্রশ্ন : ‘মেঘ শব্দের বহুবচন কী?

উত্তর : মেঘমালা ।

 

প্রশ্ন : ‘চশমা কোন ভাষার শব্দ?

উত্তর : ফারসি

 

প্রশ্ন : আমি জ্বর জ্বর বোধ করছি-এখানে দ্বিরুক্তি শব্দ দ্বারা কী অর্থ বোঝানো হয়েছে?

উত্তর : সামান্যতা ।

 

প্রশ্ন : ‘কাঙাল শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি?

উত্তর : কাঙালিনী ।

 

প্রশ্ন : নিচের কোনটি সঠিক বানান?

উত্তর : বিশেষণ।

 

প্রশ্ন : কোনটি নিত্য সমাস?

উত্তর : গ্রামান্তর ।

 

প্রশ্ন : ‘দুর্লভ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর : দুঃ + লভ

 

প্রশ্ন : ‘খুব বিপদ-এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

উত্তর : অকুল পাথার

 

প্রশ্ন : ‘নষ্ট হওয়া স্বভাব যার – এককথায় কী হবে?

উত্তর : নশ্বর ।

 

প্রশ্ন : ‘সকলের জন্য প্রযোজ্য এককথায় কী হবে?

উত্তর : সর্বজনীন।

 

প্রশ্ন : ‘পাতি কোন প্রকারের উপসর্গ?

উত্তর : খাঁটি বাংলা ।

 

প্রশ্ন : অর্থবাচকতা না থাকলেও অর্থদ্যোতকতা আছে কোনটির?

উত্তর : উপসর্গের

 

প্রশ্ন : ‘বসুন্ধরা শব্দটির প্রতিশব্দ কোনটি?

উত্তর : পৃথিবী।

 

প্রশ্ন : মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘নিষিদ্ধ লোবান কার রচনা?

উত্তর : সৈয়দ শামসুল হক ।

 

প্রশ্ন : ‘যা লাফিয়ে চলে-এর এক কথায় প্রকাশ কী?

উত্তর : প্লবগ

 

প্রশ্ন : যৌগিক শব্দ কোনটি?

উত্তর : গায়ক

 

প্রশ্ন : রবীন্দ্রনাথের ‘সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত?

উত্তর : মাত্রাবৃত্ত।

 

প্রশ্ন : ‘লেফাফাদুরস্ত বাগধারায় ‘লেফাফা শব্দের আভিধানিক অর্থ:

উত্তর : খাম

 

প্রশ্ন : ‘ছাদ থেকে নদী দেখা যায় এখানে ‘ছাদ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর : অধিকরণে পঞ্চমী।

 

প্রশ্ন : ‘রাতুল শব্দের অর্থ

উত্তর : লাল।

 

প্রশ্ন : ‘কেষ্ট-বিষ্টু এর অর্থ কী?

উত্তর : গণ্যমান্য

 

প্রশ্ন : ‘জল শব্দের সমার্থক নয় কোনটি?

উত্তর : জলধি ।

 

প্রশ্ন : ‘মা শিশুকে খাওয়াচ্ছেন-বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়াপদের উদাহরণ?

উত্তর : নিজন্ত ।

 

প্রশ্ন : ‘বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কী?

উত্তর : রাজিয়া খান ।

 

প্রশ্ন : বাংলায় পাদচ্ছেদ কোন চিহ্নকে বলে?

উত্তর : কমা ।

 

প্রশ্ন : ‘ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন?

উত্তর : প্রত্যয় জনিত কারণে ।

 

প্রশ্ন : ‘পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : সঞ্জয় ভট্টাচার্য।

 

প্রশ্ন : এক কথায় প্রকাশ করুন: ‘অশ্ব, রথ, হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার

উত্তর : চতুরঙ্গ।

 

প্রশ্ন : কোনটি তৎপুরুষ সমাস?

উত্তর : মন্ত্রমুগ্ধ ।

 

প্রশ্ন : ‘হেলাল শব্দের সমার্থক

উত্তর : রাকা

 

প্রশ্ন : ‘খাপছাড়া গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

 

প্রশ্ন : ‘আইনজীবী শব্দটি কোন দুয়ের যোগফল?

উত্তর : ফারসি+তৎসম

 

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর : লাঙ্গল ।

 

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি?

উত্তর : কৃষ্ণকুমারী।

 

প্রশ্ন : বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?

উত্তর : ২০ ।

 

প্রশ্ন : উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কয় ভাগে বিভক্ত?

উত্তর : ৫ ভাগে ৷

 

প্রশ্ন : বাংলা ভাষায় আনুনাসিক স্বরধ্বনি কয়টি?

উত্তর : ৭টি।

 

প্রশ্ন : আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি?

উত্তর : কলম-হাকিম-দখল ।

 

প্রশ্ন : ‘বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?

উত্তর : বন্ + ধন্

 

প্রশ্ন : Township’-এর বাংলা পরিভাষা কী?

উত্তর : উপশহর ।

 

প্রশ্ন : কোনটি যৌগিক শব্দ?

উত্তর : কর্তব্য ।

 

প্রশ্ন : সকর্মক ক্রিয়া কোনটি?

উত্তর : ছেলেটা কথা শোনে ।

 

প্রশ্ন : ‘পঞ্চমুখ কথাটির অর্থ

উত্তর : প্রশংসামুখর হওয়া

 

প্রশ্ন : যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে?

উত্তর : অপাদান কারক ।

 

প্রশ্ন : ‘নীলদর্পণ নাটকে ‘শ্যামচাঁদ হলো

উত্তর : চামড়ার তৈরি চাবুক ।

 

প্রশ্ন : নিচের কোন বাক্য সংকোচনটি ভুল?

উত্তর : হনন করার ইচ্ছা = জিগীষা ।

 

প্রশ্ন : ‘শ্রমবিমুখ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

উত্তর : ননীর পুতুল।

 

প্রশ্ন : ‘কি এবং ‘কী যথাক্রমে

উত্তর : অব্যয় ও সর্বনাম পদ ।

 

প্রশ্ন : কোন বানানটি অশুদ্ধ?

উত্তর : পুরষ্কার ।

 

প্রশ্ন : ‘সুকঠিন শব্দে ‘সু উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর : আতিশয্য ।

 

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত ‘অগ্নি-বীণা কাব্যগ্রন্থে প্রথম কবিতার নাম কী?

উত্তর : প্রলয়োল্লাস ৷

 

প্রশ্ন : বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?

উত্তর : সাধু রীতি ।

 

প্রশ্ন : ‘জঙ্গম-এর বিপরীত শব্দ কোনটি?

উত্তর : স্থাবর।

 

প্রশ্ন : ‘জাঁদরেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর : ইংরেজি ।

 

প্রশ্ন : নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?

উত্তর : ভূষণ ।

 

প্রশ্ন : ‘টাকায় সবই হয় এখানে ‘টাকায় কোন কারকে কোন বিভক্তি?

উত্তর : করণে সপ্তমী ।

 

প্রশ্ন : ‘ন্যায় শব্দের বিশেষণ কোনটি?

উত্তর : ন্যায্য ।

 

প্রশ্ন : ‘নেই আঁকড়া বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

উত্তর : একগুঁয়ে।

 

প্রশ্ন : ‘সূর্য-এর প্রতিশব্দ কোনটি?

উত্তর : আদিত্য ।

 

প্রশ্ন : ‘অবীরা বলতে কোন নারীকে বুঝায়?

উত্তর : যার স্বামী ও পুত্র নেই ।

 

প্রশ্ন : ‘তস্কর-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর : সাধু ।

 

প্রশ্ন : প্রবেশ করার ইচ্ছাকে এক কথায় কী বলা হয়?

উত্তর : বিবিক্ষা

 

প্রশ্ন : ‘খেউর গাওয়া বাগধারার অর্থ কি? খ) গালাগালি করা। ১৪. ‘দরজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর : ফারসি।

 

প্রশ্ন : কোনটি তৎসম শব্দ?

উত্তর : মানব ।

 

প্রশ্ন : কোন দুটি অঘোষ ধ্বনি?

উত্তর : চ, ছ।

 

প্রশ্ন : ‘দোলনা শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

উত্তর : দুল + অনা ।

 

প্রশ্ন : ‘শর্বরী শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর : দিবস।

 

প্রশ্ন : নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

উত্তর : কুলটা।

 

প্রশ্ন : ‘জাপান যাত্রী এর রচয়িতা কে?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

 

প্রশ্ন : ‘সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

উত্তর : ধ্বনিতত্ত্ব।

 

প্রশ্ন : ‘কুহক শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর : যাদু ও মায়া

 

প্রশ্ন : বাংলা বর্ণমালায় কতটি মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ আছে?

উত্তর : ০৬টি।

 

প্রশ্ন : ‘পোস্টমাস্টার ছোটগল্পের রচয়িতা কে?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

 

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি-

উত্তর : চন্দ্রাবতী।

 

প্রশ্ন : আলাওল কোন রাজদরবারের কবি?

উত্তর : রোসাঙ্গ

 

প্রশ্ন : ‘ভানুসিংহ কোন কবির ছদ্মনাম?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

 

প্রশ্ন : ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলা হয়?

উত্তর : বর্ণ ।

 

প্রশ্ন : পঙ্কে জন্মে যা

উত্তর : পঙ্কজ ।

 

প্রশ্ন : সন্ধি বিচ্ছেদ করুন: ‘তিরষ্কার

উত্তর : তিরঃ + কার

 

প্রশ্ন : ‘দম্পতি শব্দটি কোন সমাস?

উত্তর : দ্বন্দ্ব সমাস ।

 

প্রশ্ন : কোনটি ‘অন্ধকার শব্দের সমার্থক শব্দ?

উত্তর : তমসা।

 

প্রশ্ন : ‘পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?

উত্তর : পর্তুগিজ।

 

প্রশ্ন : ‘অর্বাচীন শব্দের অর্থ কী?

উত্তর : নির্বোধ ।

 

প্রশ্ন : ‘ছাগলে কিনা খায় কোন কারক?

উত্তর : কর্তৃকারক ।

 

প্রশ্ন : ‘অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কি?

উত্তর : ফাঁকি ।

 

প্রশ্ন : ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র-এটি কোন ধরনের বাক্য?

উত্তর : সরল ।

 

প্রশ্ন : ‘আভাসিত শব্দটির প্রত্যয় কোনটি?

উত্তর : সংস্কৃত কৃৎ

 

প্রশ্ন : কোনটি মৌলিক শব্দ?

উত্তর : চাঁদ ।

 

প্রশ্ন : সাংবাদিক শব্দে ‘ইক অংশটুকু কি?

উত্তর : প্ৰত্যয় ৷

 

প্রশ্ন : প্রচুর শব্দের বিশেষ্য রূপ কোনটি?

উত্তর : প্রাচুর্য।

 

প্রশ্ন : ‘দুশ্চরিত্র এর সন্ধি বিচ্ছেদ

উত্তর : দুঃ + চরিত্র।

 

প্রশ্ন : বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয়

উত্তর : পদ।

 

প্রশ্ন : ‘বন্ধন এর বিপরীত শব্দ হচ্ছে

উত্তর : মুক্ত।

 

প্রশ্ন : ‘হাসান বই পড়ে-কোন বর্তমান কালের উদাহরণ?

উত্তর : সাধারণ।

 

প্রশ্ন : ‘ক্রীতদাসের হাসি উপন্যাস কার লেখা?

উত্তর : শওকত ওসমান।

 

প্রশ্ন : কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?

উত্তর : ১২০১-১৩৫০।

 

প্রশ্ন : বাংলা ভাষায় যৌগিক স্বর ধ্বনির সংখ্যা কয়টি?

উত্তর : ২৫।

 

প্রশ্ন : ‘রিকসা কোন দেশি শব্দ?

উত্তর : জাপানি ।

 

প্রশ্ন : ‘লালসালু উপন্যাসটির রচনাকাল কোনটি?

উত্তর : ১৯৪৮।

 

প্রশ্ন : ‘নীল যে অম্বর = নীলাম্বর-কোন সমাস?

উত্তর : কর্মধারয় ।

 

প্রশ্ন : ‘শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত

উত্তর : উপন্যাসের নাম।

 

প্রশ্ন : চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?

উত্তর : আদিযুগ ।

 

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের জন্মতারিখ কত?

উত্তর : ২৪ মে ১৮৯৯ ।

 

প্রশ্ন : ‘একাত্তরের ডায়েরী কার রচনা?

উত্তর : সুফিয়া কামাল ।

 

প্রশ্ন : ‘পানকৌড়ির রক্ত কোন ধরনের রচনা?

উত্তর : কথা সাহিত্য।

 

প্রশ্ন : ‘পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?

উত্তর : কুবের ।

 

প্রশ্ন : ‘ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি?

উত্তর : করণে সপ্তমী ।

 

প্রশ্ন : চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?

উত্তর : ২৩নং পদ

 

প্রশ্ন : ‘বহুব্রীহি শব্দের অর্থ কি?

উত্তর : বহু ধান।