২০২৩ সালের আগস্ট মাসের প্রশ্ন ও উত্তর


প্রশ্ন:  বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে
উত্তর: যুক্তরাষ্ট্রের কাছে।

 

প্রশ্ন:  বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে

উত্তর: রাশিয়ার কাছে।

 

প্রশ্ন:  সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) বিজ্ঞানীরা যে ফুল ফোটাতে সক্ষম হন

উত্তর: জিনিয়া।

 

প্রশ্ন:  গ্রীন হাউজ গ্যাসের যে গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না

উত্তর: সিএফসি।

 

প্রশ্ন:  বর্তমানে সৌরজগতে যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি

উত্তর: শনি।

 

প্রশ্ন:  বিশ্বের প্রথম Respiratory Syncytial Virus (RSV)-এর টিকার নাম

উত্তর: Arexvy।

 

প্রশ্ন:  বর্তমান বিশ্বে কার্বন-ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ

উত্তর: চীন।

 

প্রশ্ন:  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে

উত্তর: ইউরেনিয়াম।

 

প্রশ্ন:  বিশ্বে প্রথমবারের মতো মৌমাছির টিকা অনুমোদন দেয়

উত্তর: যুক্তরাষ্ট্র।

 

প্রশ্ন:  ১২ জুলাই ২০২৩ কমিশনিং করা ‘বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি কোথায় অবস্থিত?

উত্তর: কলাপাড়া, পটুয়াখালী

 

প্রশ্ন:  এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান কে?

উত্তর: ফাতিমা ইয়াসমিন

 

প্রশ্ন:  ২৫ জুন ২০২৩ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?

উত্তর: চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম ও বগুড়ার দই

 

প্রশ্ন:  ২০ জুলাই ২০২৩ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?

উত্তর: বাংলাদেশের শীতলপাটি

 

প্রশ্ন:  দেশের ১৩তম মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) কে?

উত্তর: মো. নুরুল ইসলাম

 

প্রশ্ন:  বাংলাদেশ নৌবাহিনীর ১৭তম প্রধান কে?

উত্তর: মোহাম্মদ নাজমুল হাসান

 

প্রশ্ন:  ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ কোনটি?

উত্তর: বরিশাল

 

প্রশ্ন:  ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্র্যের হার কম কোন বিভাগে ?

উত্তর: খুলনা

 

প্রশ্ন:  ২০২৩ সালের জরিপ অনুযায়ী, দেশে প্রায়োগিক সাক্ষরতার হার (৭+) কত?

উত্তর: ৬২.৯২%

 

প্রশ্ন:  বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ কত বছর?

উত্তর: ১২ বছর

 

প্রশ্ন:  বাংলাদেশের প্রথম টাকার ও মুদ্রার নকশাকার কে?

উত্তর: কে জি মুস্তাফা

 

প্রশ্ন:  ২০২২-২৩ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত?

উত্তর: ৯.০২%

 

প্রশ্ন:  ২০২২-২৩ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি?

উত্তর: তৈরি পোশাক

 

প্রশ্ন:  বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে?

উত্তর: ১১ জুলাই ২০২৩

 

প্রশ্ন:  ২০২২ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: যুক্তরাজ্য

 

প্রশ্ন:  ৩০ জুন ২০২৩ জাতিসংঘ কোন শান্তিরক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে?

উত্তর: MINUSMA

 

প্রশ্ন:  জুলাই ২০২৩ কোন দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে?

উত্তর: মিসর-তুরস্ক

 

প্রশ্ন:  প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দু’বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন কে?

উত্তর: নরেন্দ্র মোদি

 

প্রশ্ন:  বিশ্বের বৃহত্তম অফিস ভবনের নাম কী?

উত্তর: সুরাট ডায়মন্ড বোর্স

 

প্রশ্ন:  ভাগনার কোন দেশ ভিত্তিক ভাড়াটে যোদ্ধা?

উত্তর: রাশিয়া

 

প্রশ্ন:  ৭ জুলাই ২০২৩ কোন দেশ সংরক্ষিত রাসায়নিক অস্ত্রের সর্বশেষ মঞ্জুত সম্পূর্ণভাবে ধ্বংস করে?

উত্তর: যুক্তরাষ্ট্র

 

প্রশ্ন:  বর্তমানে বিশ্বের প্রাচীনতম সংবাদপত্র কোনটি?

উত্তর: Hildesheimer Allgemeine Zeitung

 

প্রশ্ন:  মাইক্রোব্লগিং সাইট Threads করে যাত্রা শুরু করে?

উত্তর: ৫ জুলাই ২০২৩

 

প্রশ্ন:  Threads’র মালিকানা প্রতিষ্ঠান কোনটি?

উত্তর: Meta

 

100 Questions and Answers from Current Affairs August 2023

প্রশ্ন:  ১৮ জুন ২০২৩ আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সলিলসমাধি ঘটে কোন ডুবোযানের?

উত্তর: Titan

 

প্রশ্ন:  ১৬ জুলাই ২০২৩ কোন দেশ CPTPP চুক্তি স্বাক্ষর করে?

উত্তর: যুক্তরাজ্য

 

প্রশ্ন:  বর্তমানে CPTPP চুক্তি স্বাক্ষর করা দেশ কতটি?

উত্তর: ১২টি

 

প্রশ্ন:  ৬ জুলাই ২০২৩ মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) আলঝেইমার রোগের জন্য কোন ওষুধের অনুমোদন দেয়?

উত্তর: Leqembi

 

প্রশ্ন:  European Sky Shield Initiative (ESSI)-এর প্রস্তাবক কে?

উত্তর: ওলাফ শলৎজ

 

প্রশ্ন:  সার্কের ১৫তম মহাসচিব কে?

উত্তর: গোলাম সারওয়ার

 

প্রশ্ন:  বর্তমানে ইউনেস্কোর মোট সদস্য দেশ কতটি?

উত্তর: ১৯৪টি

 

প্রশ্ন:  ১০ জুলাই ২০২৩ কোন দেশ ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়?

উত্তর: যুক্তরাষ্ট্র

 

প্রশ্ন:  সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বর্তমান সদস্য দেশ কতটি?

উত্তর: ৯টি

 

প্রশ্ন:  ৪ জুলাই ২০২৩ কোন দেশ SCO’র নবম সদস্যপদ লাভ করে?

উত্তর: ইরান

 

প্রশ্ন:  ২০২৩ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?

উত্তর: আইসল্যান্ড

 

প্রশ্ন:  ২০২৩ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তর: আফগানিস্তান

 

প্রশ্ন:  ২০২৩ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৮৮তম

 

প্রশ্ন:  ২০২৩ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: আইসল্যান্ড

 

প্রশ্ন:  ২০২৩ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তর: আফগানিস্তান

 

প্রশ্ন:  ২০২৩ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৫৯তম

 

প্রশ্ন:  প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: ভারত

 

প্রশ্ন:  প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: সপ্তম

 

প্রশ্ন:  ১৫তম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ২২-২৪ আগস্ট ২০২৩

 

প্রশ্ন:  ১৫তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা

 

প্রশ্ন:  ন্যাটোর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: ১১-১২ জুলাই ২০২৩

 

প্রশ্ন:  ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: ভিলনিয়াস, লিথুয়ানিয়া

 

প্রশ্ন:  ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী কোন দেশ?

উত্তর: ভারত

 

প্রশ্ন:  নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কে?

উত্তর: ফারজানা হক

 

প্রশ্ন:  ২৩ সেপ্টেম্বর-৮ অক্টোবর ২০২৩ এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: হ্যাংঝু, চীন

 

প্রশ্ন:  কোন বিশ্বকাপ জয়ী দল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করতে পারছেনা?

উত্তর: উইন্ডিজ

 

প্রশ্ন:  দেশের একক বৃহত্তম পয়ঃশোধনাগার কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: খিলগাঁও, ঢাকা ।

 

প্রশ্ন:  দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে কোথায়?

উত্তর: চাঁপাইনবাবগঞ্জ ।

 

প্রশ্ন:  দেশের প্রথম বীজ পরীক্ষাগার হিসেবে International Seed Testing Association (ISTA)-এর স্বীকৃতি ও সনদ লাভ করে কোনটি?

উত্তর: এমএনটি সিড টেস্টিং ল্যাবরেটরি।

 

প্রশ্ন:  পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে Electronic Toll Collection (ETC) কার্যক্রম চালু হয় কবে?

উত্তর: ৫ জুলাই ২০২৩।

 

প্রশ্ন:  দেশে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কতটি?

উত্তর: ৬৮৪টি ।

 

প্রশ্ন:  প্রথম বাংলাদেশি হিসেবে ‘গ্রেট হিমালয়ান ট্রেইল’-এর দুর্গম ১৭০০ কিলোমিটার পথ পাড়ি দেন কে?

উত্তর: ইকরামুল হাসান শাকিল ।

 

প্রশ্ন:  আগারগাঁও-মতিঝিল পরীক্ষামূলকভাবে রুটে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হয় কবে?

উত্তর: ৭ জুলাই ২০২৩।

 

প্রশ্ন:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বয়সের কাহিনি নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী ?

উত্তর: দুঃসাহসী খোকা (পরিচালক মুশফিকুর রহমান গুলজার) ।

 

প্রশ্ন:  প্রথম বাংলাদেশি হিসেবে ইতালিভিত্তিক ‘সিভিটেলা রানিয়েরি স্থাপত্য পুরস্কার ২০২৫’-এ ভূষিত হন কে?

উত্তর: স্থপতি রিজভী হাসান।

 

প্রশ্ন:  বাংলাদেশ বিশ্বের কতটি দেশে মাছ রপ্তানি করে?

উত্তর: ৫২টি দেশে ।

 

প্রশ্ন:  ১৮ জুলাই ২০২৩ অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অ্যাপারেল সামিটের আয়োজন করে কোন প্রতিষ্ঠান?

উত্তর: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA)।

 

প্রশ্ন:  চ্যানেল ২৪-এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) রোবট সংবাদ পাঠিকার নাম কী?

উত্তর: অপরাজিতা ।

 

প্রশ্ন:  দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর কোনটি?

উত্তর: বাংলাবান্ধা স্থলবন্দর (তেঁতুলিয়া, পঞ্চগড়)।

 

প্রশ্ন:  আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (IMO) নতুন মহাসচিব কে?

উত্তর: আর্সেনিও আন্তোনিও ডমিনগেজ ভেলাস্কো (পানামা) ।

 

প্রশ্ন:  ভারতে বিজেপি বিরোধী নতুন জোটের নাম কী?

উত্তর: Indian National Developmental Inclusive Allaince (INDIA)।

 

প্রশ্ন:  SOFR’র পূর্ণরূপ কী?

উত্তর: Secured Overnight Financing Rate.

 

প্রশ্ন:  Saint Sebastian Tended by Two Angels নামের বিখ্যাত চিত্রকর্মটি কার?

উত্তর: শিল্পী পিটার পল রুবেন্স ।

 

প্রশ্ন:  ভূতাত্ত্বিক যুগের নামকরণ করে কোন প্রতিষ্ঠান?

উত্তর: International Commission on Stratigraphy (ICS).

 

প্রশ্ন:  ‘বিলিয়ন ডলার হাইস্ট’ তথ্যচিত্রের নির্মাতা কে?

উত্তর: ড্যানিয়েল গর্ডন।

 

প্রশ্ন:  ১২ জুলাই ২০২৩ বিশ্বের প্রথম তরল মিথেনচালিত রকেট Zhuque-2-এর সফল উৎক্ষেপণ করে কোন দেশ?

উত্তর: চীন ।

 

প্রশ্ন:  ২২-২৩ জুন ২০২৩ ‘নিউ গ্লোবাল ফিন্যান্সিয়াল প্যাক্ট সামিট’ কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: প্যারিস, ফ্রান্স ।

 

প্রশ্ন:  রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রথম নারী গভর্নর হিসেবে নিয়োগ পান কে?

উত্তর: মিশেল বুলক । তিনি ১৮ সেপ্টেম্বর ২০২৩ দায়িত্ব গ্রহণ করবেন ।

 

প্রশ্ন:  ২৪ জুলাই ২০২৩ বাংলাদেশ বৈশ্বিক স্কুল মিলস কোয়ালিশনের কততম সদস্যপদ লাভ করে?

উত্তর: ৮৫তম।

 

প্রশ্ন:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নৌবাহিনীর প্রধান হিসেবে প্রথম কোন নারীকে মনোনয়ন দেন?

উত্তর: অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি ।

 

প্রশ্ন:  চীনে বিশ্বের প্রথম বাণিজ্যিক ছোট চুল্লি বা স্মল মডুলার রিঅ্যাক্টর (SMR) প্রকল্পের মূল মডিউলটি স্থাপনের অনুমোদন দেওয়া হয় কবে?

উত্তর: ১৩ জুলাই ২০২৩।

 

প্রশ্ন:  ২৫ জুন ২০২৩ নরেন্দ্র মোদিকে মিসর কোন পদকে ভূষিত করে?

উত্তর: মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব দ্য নাইল’ ।

 

প্রশ্ন:  বিশ্বের প্রথম বাজারজাতকৃত ডেঙ্গু টিকার নাম কী?

উত্তর: ডেঙ্গভ্যাক্সিয়া (ফরাসি প্রতিষ্ঠান সানোফির)।

 

প্রশ্ন:  ১ জুলাই ২০২৩ পূর্ব তিমুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর: জানানা গুসমাও

 

প্রশ্ন:  ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল নামে ঐতিহাসিক গীর্জা কোথায় অবস্থিত?

উত্তর: ওডেসা, ইউক্রেন ।

 

প্রশ্ন:  ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ জি ২০-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: নয়াদিল্লী, ভারত ।

 

প্রশ্ন:  ১২ জুলাই ২০২৩ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কোম্পানির নাম কী?

উত্তর: ‘এক্সএআই’ (সদর দপ্তর সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র)।

 

প্রশ্ন:  চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?

উত্তর: ওয়াং ই ।

 

প্রশ্ন:  টেনিসের উন্মুক্ত যুগে প্রথম নারী অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয় করেন কে?

উত্তর: মার্কেতা ভদ্রসোভা (চেক প্রজাতন্ত্র) ।

 

প্রশ্ন:  ২০২৩ সালে পুরুষ এককে প্রথমবার উইম্বলডন জয় করেন কে?

উত্তর: কার্লোস আলকারাজ (স্পেন)।

 

প্রশ্ন:  উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তর: ইংল্যান্ড; রানার্স আপ স্পেন ।

 

প্রশ্ন:  ১৪ জুলাই ২০২৩ আন্তর্জাতিক টি- ২০ তে ৫০তম হ্যাট্রিক করেন কে?

উত্তর: করিম জানাত (আফগানিস্তান)।

 

প্রশ্ন:  ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয় কবে?

উত্তর: ১২ ডিসেম্বর