সাম্প্রতিক প্রশ্ন-উত্তরঃ এপ্রিল ২০২৫
১। স্টারলিংক কার কাছে থেকে নিবন্ধন নেয়?
উত্তরঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)
২। বাংলা নববর্ষের শোভাযাত্রার নতুন নাম কী?
উত্তরঃ বর্ষবরণ আনদ শোভাযাত্রা
৩। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ক্রিস্টি কভেন্ট্রি
৪। বাংলাদেশে সর্বশেষ নিবন্ধন রাজনৈতিক দলের নাম কী?
উত্তরঃ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি
৫। BWDB অনুযায়ী বাংলাদেশে বর্তমানে নদ নদীর সংখ্যা কত?
উত্তরঃ ১৪১৫টি
৬। জার্মানির বর্তমান চ্যান্সেলর কে?
উত্তরঃ ফ্রেডরিশ মার্ৎস
৭। BIMSTEC এর বর্তমান চেয়ারম্যান কোন দেশ?
উত্তরঃ বাংলাদেশ
৮। Fobes এর ২০২৫ এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী কে?
উত্তরঃ ইলন মাস্ক
৯। বিশ্বে রপ্তানি শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন
১০। ১৩তম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ভারত
১১। দেশে ফ্রিল্যান্সার দের জন্য ফ্রিল্যান্সিং Freelance Account চালু করে কোন ব্যাংক?
উত্তরঃ স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক
১২। সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করেন?
উত্তরঃ ওলো
১৩। যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে?
উত্তরঃ বিটকয়েন
১৪। রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস কত তারিখে মারা যান?
উত্তরঃ ২১ এপ্রিল ২০২৫
১৫। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ শনি
১৬। বিশ্ব ধরিত্রী দিবস কবে?
উত্তরঃ ২২ এপ্রিল
১৭। নোম্যাড পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১৮১তম
১৮। দেশে নিবন্ধন GI পণ্য কয়টি?
উত্তরঃ ৫৫টি
১৯। বর্তমান পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কত?
উত্তরঃ ১১৮টি
২০। বাংলাদেশে ১লা মে সরকারি ছুটি ঘোষনা করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৭২ সালে
২১। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর কত পার্সেন্ট শুল্ক আরোপ করে?
উত্তরঃ ৩৭%
২২। প্রথম বাংলাদেশী হিসেবে অন্নপূর্ণা-১ এ আরোহন করে?
উত্তরঃ বাবর আলী
২৩। বাংলাদেশী পাসপোর্টে ‘ ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয়?
উত্তরঃ ৭ এপ্রিল ২০২৫
২৪। ‘গোল্ডেন ডোম’ কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
২৫। ১৬ এপ্রিল ২০২৫ কোন দেশের সুপ্রিম কোর্ট নারী শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণ করে দেন?
উত্তরঃ যুক্তরাজ্য
২৬। বিশ্ব ট্রেন দিবস কত তারিখে?
উত্তরঃ ১৪ মে
২৭। গ্রামিন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২ অক্টোবর ১৯৮৩
২৮। এশিয়া প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ?
উত্তরঃ বাংলাদেশ
২৯। প্রথম বাংলাদেশী হিসেবে স্বীকৃত ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি করেন কে?
উত্তরঃ এনামুল হক বিজয়
৩০। বিগ জর্জ খ্যাত কিংবদন্তি বক্সার কে?
উত্তরঃ জর্জ ফোরম্যান
৩১। নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট এর নাম কী?
উত্তরঃ নেতুম্বো নন্দি নাদাইতওয়া
৩২। ভারত বাংলাদেশে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে কবে?
উত্তরঃ ৮ এপ্রিল ২০২৫
৩৩। গোসলে পানি ব্যবহারের সীমা তুলে নির্বাহী আদেশ জারী করে কোন কে?
উত্তরঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
৩৪। দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কী?
উত্তরঃ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার
৩৫। ২০২৫ সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি?
উত্তরঃ ফিনল্যান্ড
৩৬। সম্প্রতি দেশের কোথায় প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়?
উত্তরঃ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়
৩৭। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোন দেশে অবস্থিত?
উত্তরঃ চীন
৩৮। বর্তমানে ব্যাটারি তৈরীর মূল উপাদান কী?
উত্তরঃ লিথিয়াম
৩৯। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কী?
উত্তরঃ 50501
৪০। বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশী প্রতিষ্ঠানগুলোর কোথায় থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক?
উত্তরঃ BIDA (বিডা)
৪১। বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা?
উত্তরঃ ইতালিও দৈনিক ইল ফোগলিও
৪২। কালাপানি কোন দুটি দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল?
উত্তরঃ ভারত ও নেপাল
৪৩। ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ?
উত্তরঃ জাপান
৪৪। ৩০তম COP সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ বেলেম, ব্রাজিল
৪৫। বাংলাদেশে পুলিশের বর্তমান লোগো থেকে কী বাদ দেয়া হয়েছে?
উত্তরঃ পাল তোলা নৌকা
৪৬। নাসার আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষরকারী বাংলাদেশ কত তম দেশ?
উত্তরঃ ৫৪
৪৭। বাংলাদেশের পণ্য তালিকায় বর্তমানে কতটি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রকে কোন শুল্ক দিতে হয় না?
উত্তরঃ ১৯০টি
৪৮। WTP এর পূর্ণ রূপ কী?
উত্তরঃ Wireless Power Transmission
৪৯। বিশ্বের ক্ষুদ্রতম প্রেস মেকার তৈরী করেছেন কোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা?
উত্তরঃ নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়(যুক্তরাষ্ট্র)
৫০। এশিয়ার কোন দ্বীপ রাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে?
উত্তরঃ মালদ্বীপ