এক নজরে স্বাধীনতা ও বাংলা একাডেমী পুরস্কার
এক নজরে “স্বাধীনতা পুরস্কার ২০২২”
‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ পাচ্ছেন-১০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান।
#স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে – বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) এবং সিরাজুল হক (মরণোত্তর)।
#চিকিৎসাবিদ্যায়- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।
#সাহিত্যে- মো. আমির হামজা (মরণোত্তর)।
#স্থাপত্যে- স্থাপতি সৈয়দ মাইনুল হোসেন (মরণোত্তর)।
#গবেষণা ও প্রশিক্ষণে- ‘বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউ’।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণাঃ
##পুরস্কার পাচ্ছেন- মোট ১৫ জন গুণী ব্যক্তি (১১টি ক্যাটাগরিতে)।
পুরস্কার বিজয়ীরা হলেন-
#কবিতায়- আসাদ মান্নান ও বিমল গুহ।
#কথাসাহিত্যে- ঝর্ণা রহমান ও বিশ্বজিৎ চৌধুরী।
#প্রবন্ধ/গবেষণায়- হোসেন উদ্দীন হোসেন।
#অনুবাদে- আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী।
#নাটকে- সাধনা আহমেদ।
#শিশুসাহিত্যে- রফিকুর রশিদ।
#মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায়- পান্না কায়সার,
#বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায়- হা-রুন-অর-রশিদ,
#বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে- শুভাগত চৌধুরী।
#আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে- সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো।
#ফোকলোরে- আমিনুর রহমান সুলতান।