সাম্প্রতিক সাধারণ জ্ঞান
২০২২ সালে ২টি রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে নিজেদের দেউলিয়া ঘোষণা করে –
৩টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম –
সাম্প্রতিক আপডেট তথ্য অক্টোবর ২০২২
১. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭ তম অধিবেশন শুরু হয় কবে?
– ১৩ সেপ্টেম্বর ২০২২
২. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস ৪৫ দিনের মাথায় পদত্যাগের ঘোষনা দেন-
– ২০ অক্টোবর - ২০২২
৩. যুক্তরাজ্যে বর্তমান রাজা কে?
– তৃতীয় চার্লস
৪. এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন কারা?
– শ্রীলংকা
৫.বর্তমান নারী সাফ চ্যাম্পিয়ন কোন দেশ?
– বাংলাদেশ
৬. বাংলাদেশে পুলিশের বর্তমানে আইজি?
– চৌধুরী আল মামুন
৭. RAB প্রধান কে?
-খুরশীদ হোসেন
৮. রুপসা রেলসেতু কোথায় অবস্থিত ?
-খুলনা
৯. অনামিকা নামের রহস্য উপন্যাসের লেখক?
-শাবলু শাহাবউদ্দিন
১০. বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী ?
-নুরুজ্জামান আহমেদ
১১. কমনওয়েলথ প্রধান কে?
– রাজা তৃতীয় চালর্স
১২. কাজাখস্তানের বর্তমান রাজধানীর নাম কী ?
-আস্তানা
১৩. “অসমাপ্ত আত্মজীবনী” সর্বশেষ কোন ভাষায় অনুবাদ হয় ?
– থাই
১৪. ২০২২ খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষে?
-ফিনল্যান্ড
১৫. ২০২২ মানব উন্নয়নে শীর্ষে?
-সুইজারল্যান্ড
১৬. 2022 মাথাপিছু আয়ে শীর্ষে?
-লিচেনস্টিইন
১৭. ঘুমধুম সীমান্ত কোথায়?
-বান্দরবান
১৮. চিনের মুদ্রার নাম?
– ইউয়ান
১৯. বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয়ু?
-৭২.৪ বছর
২০. বর্তমান কৃষিমন্ত্রী?
-আব্দুল রাজ্জাক
২১. বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে?
– রাঙ্গামাটি
২২. UNESCO কততম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা দেয়?
– ৩১তম
২৩. লালবাগ শাহী মসজিদটি নির্মান করেন-
– যুবরাজ মোহাম্মদ আযম
২৪. দেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?
– কামরুন নাহার
২৫. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
– অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ
২৬. দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?
– একুশ ই-বুক