এক নজরে নোবেল পুরস্কার ২০২৩ (মুখস্ত করে রাখুন)

প্রায় প্রতিবছর কোন না কোন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় সাম্প্রতিক প্রশ্ন হিসেবে নোবেল পুরষ্কার সম্পর্কে প্রশ্ন আসবেই। বিশেষত ব্যাংকে অর্থনীতি কে পুরস্কার পেল, আর অন্যন্য পরীক্ষায় শান্তি ও সাহিত্যে নোবেল পুরস্কার কে পেল !! সুতারাং এই তিনটি নাম মুখস্ত রাখুন- ১. শান্তিতে - নার্গিস মোহাম্মাদী ২. সাহিত্যে ইয়োন ফসে এবং অর্থনীতে বা সেবারিক্স ব্যংক পুরস্কার - ক্লডিয়া গোল্ডিনের নাম।