সাম্প্রতিক সাধারণ জ্ঞান- অক্টোবর ২০২৩ থেকে ৫০টি এমসিকিউ
বাংলাদেশ বিষয়াবলী
১. কোন দেশের সহায়তায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণ করা হবে?
ক) যুক্তরাজ্য
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন
উত্তর : ফ্রান্স
২. দেশের নবম ইপিজেড কোথায় স্থাপিত হবে?
ক) গোপালগঞ্জ
খ) গাইবান্ধা
গ) পটুয়াখালী
ঘ) যশোর
উত্তর : পটুয়াখালী
৩. বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎকেন্দ্র কোনটি?
ক) স্কয়ার পাওয়ার প্ল্যান্ট
খ) ওরিয়ন পাওয়ার প্ল্যান্ট
গ) সামিট পাওয়ার প্ল্যান্ট
ঘ) এসএস পাওয়ার প্ল্যান্ট
উত্তর : এসএস পাওয়ার প্ল্যান্ট
৪. নিম্নের কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে?
ক) চট্টগ্রাম
খ) পঞ্চগড়
গ) মৌলভীবাজার
ঘ) ওপরের সবগুলো
উত্তর : ওপরের সবগুলো
৫. সম্প্রতি কোন জেলার চা বাগান প্রথমবারের মতো বাংলাদেশ চা বোর্ডের নিবন্ধন পায়?
ক) খাগড়াছড়ি
খ) বান্দরবান
গ) ঠাকুরগাঁও
ঘ) দিনাজপুর
উত্তর : খাগড়াছড়ি
৬. জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান কে?
ক) প্রধান বিচারপতি
খ) রাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) আইনমন্ত্রী
উত্তর : প্রধানমন্ত্রী
৭. জাতীয় সংসদে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০২৩’ পাস হয় কবে?
ক) ১৩ সেপ্টেম্বর ২০২৩
খ) ১৫ সেপ্টেম্বর ২০২৩
গ) ১৭ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ১৯ সেপ্টেম্বর ২০২৩
উত্তর : ১৩ সেপ্টেম্বর ২০২৩
৮. জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল, ২০২৩’ পাস হয় কবে?
ক) ৮ সেপ্টেম্বর ২০২৩
খ) ১১ সেপ্টেম্বর ২০২৩
গ) ১৩ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ২০ সেপ্টেম্বর ২০২৩
উত্তর : ১৩ সেপ্টেম্বর ২০২৩
৯. দেশের ২৪তম প্রধান বিচারপতি কে?
ক) বিচারপতি ওবায়দুল হাসান
খ) বিচারপতি এম ইনায়েতুর রহিম
গ) বিচারপতি বোরহান উদ্দিন
ঘ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন
উত্তর : বিচারপতি ওবায়দুল হাসান
১০. জাতীয় স্থানীয় সরকার দিবস কবে?
ক) ২৫ ফেব্রুয়ারি
খ) ২৮ সেপ্টেম্বর
গ) ১৪ সেপ্টেম্বর
ঘ) ১৮ অক্টোবর
উত্তর : ২৫ ফেব্রুয়ারি
১১. বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর?
ক) ৪৫ বছর
খ) ৫৫ বছর
গ) ৫০ বছর
ঘ) ৬০ বছর
উত্তর : ৬০ বছর
১২. ভূমি উন্নয়ন কর মওকুফ কত বিঘা পর্যন্ত?
ক) ২০ বিঘা
খ) ২৫ বিঘা
গ) ৩০ বিঘা
ঘ) ৩৫ বিঘা
উত্তর : ২৫ বিঘা
১৩. দেশের কোন সরকারি হাসপাতালে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়?
ক) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
খ) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
গ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঘ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
উত্তর : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
নদ-নদী [সূত্র : NRCC]
১৪. বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কত?
ক) ৯০৭টি
খ) ৯৮০টি
গ) ১,০০৮টি
ঘ) ১,১০২টি
উত্তর : ১,০০৮টি
১৫. দেশের দীর্ঘতম নদী কোনটি?
ক) পদ্মা
খ) মেঘনা
গ) ইছামতি
ঘ) সাঙ্গু
উত্তর : পদ্মা
১৬. দেশের ক্ষুদ্রতম নদী কোনটি?
ক) কলমদানী
খ) ইটবাড়িয়া
গ) গাঙ্গিনা
ঘ) বুড়িগঙ্গা
উত্তর : গাঙ্গিনা
১৭. কোন নদী সর্বাধিক জেলা দিয়ে প্রবাহিত হয়েছে?
ক) ইছামতি
খ) পদ্মা
গ) মেঘনা
ঘ) যমুনা
উত্তর : পদ্মা
১৮. কোন নদী সর্বাধিক উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে?
ক) সাঙ্গু
খ) মেঘনা
গ) পদ্মা
ঘ) ব্ৰহ্মপুত্র
উত্তর : মেঘনা
১৯. সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম কী?
ক) সুনামগঞ্জ
খ) বরিশাল
গ) চট্টগ্রাম
ঘ) ভোলা
উত্তর : সুনামগঞ্জ
আন্তর্জাতিক বিষয়াবলী
২০. ভারতের প্রথম গভীর সমুদ্রযানের নাম কী?
ক) মৎস্য ৬০০০
খ) আদিত্য-এল ১
গ) সমুদ্রযান ৫০০০
ঘ) নরেন্দ্র মোদি-১
উত্তর : আদিত্য-এল ১
২১. সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট কে?
ক) তান কিন লিয়ান
খ) থারমান শানমুগারাতনাম
গ) এনজি কোক সং
ঘ) হালিমা ইয়াকুব
উত্তর : থারমান শানমুগারাতনাম
২২. আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে?
ক) ৭ সেপ্টেম্বর
খ) ১০ সেপ্টেম্বর
গ) ৮ সেপ্টেম্বর
ঘ) ১৩ সেপ্টেম্বর
উত্তর : ৭ সেপ্টেম্বর
২৩. বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করছে কোন দেশ?
ক) সংযুক্ত আরব আমিরাত
খ) ইরান
গ) সৌদি আরব
ঘ) কুয়েত
উত্তর : সংযুক্ত আরব আমিরাত
২৪. নিম্নের কোন ড্রোনটি ইরানের তৈরি?
ক) মোহাজের
খ) আরশ
গ) শাহেদ
ঘ) ওপরের সবগুলো
উত্তর : ওপরের সবগুলো
২৫. ভারতের সংবিধান (১২৮তম সংশোধনী) বিল, ২০২৩ অনুযায়ী, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে নারীদের জন্য কতটি আসন সংরক্ষিত থাকবে?
ক) ১৬৬টি
খ) ১৭৮টি
গ) ১৮১টি
ঘ) ১৮৮টি
উত্তর : ১৮১টি
২৬. ৫ সেপ্টেম্বর ২০২৩ ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে কোন দ্বীপ রাষ্ট্র দূতাবাস উদ্বোধন করে ?
ক) বাহরাইন
খ) অস্ট্রেলিয়া
গ) পাপুয়া নিউ গিনি
ঘ) ফিজি
উত্তর : পাপুয়া নিউ গিনি
২৭. শব্দের চেয়ে দ্রুতগতির যুদ্ধবিমান ‘এক্স-৫৯’ কোন দেশের তৈরি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স
গ) চীন
ঘ) রাশিয়া
উত্তর : যুক্তরাষ্ট্র
২৮. ৩০ আগস্ট ২০২৩ কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে?
ক) মালি
খ) গ্যাবন
গ) নাইজার
ঘ) গিনি
উত্তর : গ্যাবন
গভীর সমুদ্র চুক্তি
২৯. গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?
ক) ৪ মার্চ ২০২৩
খ) ১৯ জুন ২০২৩
গ) ২ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ২০ সেপ্টেম্বর ২০২৩
উত্তর : ২০ সেপ্টেম্বর ২০২৩
৩০. বাংলাদেশ কবে গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষর করে?
ক) ৮ সেপ্টেম্বর ২০২৩
খ) ১৪ সেপ্টেম্বর ২০২৩
গ) ৩ ১৮ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ২০ সেপ্টেম্বর ২০২৩
উত্তর : ২০ সেপ্টেম্বর ২০২৩
সংস্থা-প্রতিষ্ঠান
৩১. ৯ সেপ্টেম্বর ২০২৩ G-20’র ২১তম সদস্যপদ লাভ করে—
ক) আফ্রিকান ইউনিয়ন
খ) আসিয়ান
গ) সার্ক
ঘ) এপেক
উত্তর : আফ্রিকান ইউনিয়ন
৩২. G-20’র বর্তমান সদস্য—
ক) ২০টি
খ) ২১টি
গ) ২২টি
ঘ) ২৩টি
উত্তর : ২১টি
৩৩. নিম্নের কোন আঞ্চলিক সংস্থা G-20’র সদস্য?
ক) ইউরোপীয় ইউনিয়ন
খ) আফ্রিকান ইউনিয়ন
গ) ECOWAS
ঘ) ক + খ
উত্তর : ক + খ
৩৪. আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (IRENA) বর্তমান সদস্য
ক) ১৬৬টি
খ) ১৬৭টি
গ) ১৬৮টি
ঘ) ১৬৯টি
উত্তর : ১৬৯টি
৩৫. ১৭ আগস্ট ২০২৩ IRENA’র ১৬৯তম সদস্যপদ লাভ করে-
ক) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
খ) গুয়েতেমালা
গ) হন্ডুরাস
ঘ) পাপুয়া নিউ গিনি
উত্তর : গুয়েতেমালা
৩৬. সেপ্টেম্বর ২০২৩ জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) কততম অধিবেশন শুরু হয়?
ক) ৭৫তম
খ) ৭৬তম
গ) ৭৭তম
ঘ) ৭৮তম
উত্তর : ৭৮তম
সম্মেলন
৩৭. আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক) ১-৩ সেপ্টেম্বর ২০২৩
খ) ৪-৭ সেপ্টেম্বর ২০২৩
গ) ৫-৭ সেপ্টেম্বর ২০২৩
ঘ) ১১-১৩ সেপ্টেম্বর ২০২৩
উত্তর : ৪-৭ সেপ্টেম্বর ২০২৩
৩৮. আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) নমপেন, কম্বোডিয়া
খ) ব্যাংকক, থাইল্যান্ড
গ) হ্যানয়, ভিয়েতনাম
ঘ) জাকার্তা, ইন্দোনেশিয়া
উত্তর : জাকার্তা, ইন্দোনেশিয়া
৩৯. ২০২৪ সালে আসিয়ানের ৪৪তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) লাওস
খ) মালয়েশিয়া
গ) ফিলিপাইন
ঘ) সিঙ্গাপুর
উত্তর : লাওস
রিপোর্ট-সমীক্ষা
৪০. ২০২৩ সালের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স অনুযায়ী বাংলাদেশের বায়ু দূষণে শীর্ষ জেলা কোনটি ?
ক) গাজীপুর
খ) ঢাকা
গ) নারায়ণগঞ্জ
ঘ) চট্টগ্রাম
উত্তর : গাজীপুর
৪১. ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক) ডেনমার্ক
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) কানাডা
উত্তর : ফ্রান্স
৪২. ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) ভিয়েতনাম
খ) ইয়েমেন
গ) ভেনিজুয়েলা ইরান
ঘ) ইরান
উত্তর : ইয়েমেন
৪৩. ২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ৫২তম
খ) ৭৭তম
গ) ৮২তম
ঘ) ৯৪তম
উত্তর : ৮২তম
পুরস্কার
৪৪. ২০২৩ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
ক) করভি রাকসান্দ
খ) আতিউর রহমান
গ) আনিসুল হক
ঘ) জাহিদ হোসেন
উত্তর : করভি রাকসান্দ
৪৫. বাংলাদেশ থেকে কতজন ব্যক্তি ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন?
ক) ১২ জন
খ) ১৩ জন
গ) ১৪ জন
ঘ) ১৫ জন
উত্তর : ১৩ জন
ক্রীড়াঙ্গন
৪৬. ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক) শ্রীলংকা
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ) বাংলাদেশ
উত্তর : ভারত
৪৭. ১৬তম এশিয়া কাপ ক্রিকেটে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?
ক) মোহাম্মদ সিরাজ
খ) ম্যাথিসা পাথিরানা
গ) কুলদীপ যাদব
ঘ) বাবর আজম
উত্তর : কুলদীপ যাদব
৪৮. ২০২২-২৩ মৌসুমের উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় কে?
ক) থিবো কোর্ডোয়া
খ) কেভিন ডি ব্রুইনা
গ) আর্লিং হলান্ড
ঘ) লুকা মদরিচ
উত্তর : আর্লিং হলান্ড
৪৯. US Open 2023-এ পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
ক) কার্লোস আলকারাজ
খ) নোভাক জোকোভিচ
গ) ইয়ানিক সিনার
ঘ) ক্যামেরন নরি
উত্তর : নোভাক জোকোভিচ
৫০. US Open 2023-এ নারী এককে চ্যাম্পিয়ন কে?
ক) কোকো গফ
খ) অ্যারিনা সারালেঙ্কা
গ) মারিয়া সাকারি
ঘ) জেলিকা পেগুলা
উত্তর : কোকো গফ