পরীক্ষায় আসার মত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ (প্রশ্ন ও উত্তর)

এখানে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক প্রশ্নোত্তর মুখস্ত করে ফেলুন।

 

১. মুজিববর্ষের সময়কাল কত?

 ক. ১৭ মার্চ ২০২০-২৬ মার্চ ২০২১         খ. ১৭ মার্চ ২০২০-১৬ ডিসেম্বর ২০২১

গ. ১৭ মার্চ ২০২০-২৬ মার্চ ২০২২         ঘ. ১৭ মার্চ ২০২০-৩১ মার্চ ২০১২।

 উত্তরঃ ঘ

 

২. সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া ঘোষণা করা হয় কবে?

ক. ২ জানুয়ারি ২০২২            খ. ৪ জানুয়ারি ২০২২   

গ. ৫ জানুয়ারি ২০২২            ঘ. ৭ জানুয়ারি ২০২২

উত্তরঃ খ

 

৩. কত বর্গ কিমি এলাকাকে সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা হয়?

ক. ১,৫৪৩ বর্গ কিমি             খ. ১,৬৪৩ বর্গ কিমি

গ.১,৭৪৩ বর্গ কিমি               ঘ. ১,৮৪৩ বর্গ কিমি

 উত্তরঃ গ

 

৪. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কী?

ক. বিচারপতি মোঃ ফজলুল করিম                 খ. বিচারপতি এবিএম খায়রুল হক।

গ. বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন             ঘ. বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

উত্তরঃ ঘ

 

৫. কোন নারী আপিল বিভাগের বিচারপতির পদ অলংকৃত করেন?

ক. বিচারপতি নাজমুন আরা সুলতানা              খ. বিচারপতি জিনাত আরা

গ. বিচারপতি কৃষ্ণা দেবনাথ                       ঘ. ওপরের সকলে

উত্তরঃ ঘ

 

৬. আপিল বিভাগে তৃতীয় নারী বিচারপতি কে?

ক. বিচারপতি কৃষ্ণা দেবনাথ              খ. বিচারপতি সালমা মাসুদ চৌধুরী

গ. বিচারপতি ফারাহ মাহবুব              ঘ. বিচারপতি নাইমা হায়দার

উত্তরঃ ক

 

৭. ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করা হয় কবে?

ক. ৬ জানুয়ারি ২০২২                    খ. ৮ জানুয়ারি ২০২২

গ. ১০ জানুয়ারি ২০২২                   ঘ. ১৩ জানুয়ারি ২০২২

উত্তরঃ ক

 

৮. প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে?

ক. ২৫ বছর     খ. ৩২ বছর     গ. ৫০ বছর    ঘ. ৬৫ বছর।

উত্তরঃ গ

 

৯.২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি?

ক. ১২ জন              খ. ১৩ জন।     গ. ১৪ জন।     ঘ. ১৫ জন

উত্তরঃ ঘ

 

১০. কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে?

ক. গাইবান্ধা   খ. যশোর         গ. পটুয়াখালী    ঘ. সবগুলো

উত্তরঃ ঘ

 

১১. দেশের শেয়ারবাজারে প্রথম ইসলামী শরিয়াহভিত্তিক বন্ড লেনদেন শুরু হয় কবে?

ক.১ জানুয়ারি ২০২২             খ. ৭ জানুয়ারি ২০২২

গ. ১০ জানুয়ারি ২০২২           ঘ. ১৩ জানুয়ারি ২০২২

উত্তরঃ ঘ

 

১২. ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?

ক. সৌদি আরব          খ. যুক্তরাষ্ট্র      গ. সংযুক্ত আরব আমিরাত        ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ ক

 

১৩. ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে?

ক. জার্মানি               খ. যুক্তরাষ্ট্র      গ. যুক্তরাজ্য              ঘ. স্পেন।

উত্তরঃ খ

 

১৪. ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ সর্বাধিক আমদানি করে কোন দেশে থেকে?

ক. ভারত        খ. জাপান       গ. চীন         ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ গ

 

১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি যাত্রাপালার নাম কী?

ক. জাতির পিতা         খ. খোকা        গ. বঙ্গবন্ধু              ঘ. নিঃসঙ্গ লড়াই

উত্তরঃ ঘ

 

১৬. গুপ্তচর চরিত্র মাসুদ রানা’র স্রষ্টা কে?

ক. শেখ আবদুল হাকিম          খ. কাজী আনোয়ার

গ. মাসুদ পারভেজ               ঘ. কাজী মোতাহার হোসেন

উত্তরঃ খ

 

১৭.বাংলা কমিকসের জনক কে?

ক. নারায়ণ দেবনাথ              খ. বিরজু মহারাজ        গ. শাওলি মিত্র  ঘ. হিরন্ময় সেনগুপ্ত

উত্তরঃ ক

 

১৮. ৩৩তম ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল?

ক. ঢাকা আবাহনী লিমিটেড       খ. মােহামেডান স্পাের্টিং ক্লাব

গ. রহমতগঞ্জ                          ঘ. শেখ রাসেল ক্রীড়া চক্র

উত্তরঃ ক

 

১৯. দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কী?

 

ক. শেরে বাংলা নৌকা জাদুঘর         খ. ভাসানী নৌকা জাদুঘর

গ. বঙ্গবন্ধু নৌকা জাদুঘর                ঘ. শেখ হাসিনা নৌকা জাদুঘর

 উত্তরঃ গ

 

২০. শেখ রাসেন দিবস কবে?

ক) ১৭ অক্টোবর    খ) ১৮ অক্টোবর    গ) ১৯ অক্টোবর        ঘ) ২০ অক্টোবর

উত্তরঃ খ

 

২১. বর্তমানে বাংলাদেশে গ্যাসক্ষেত্র কতটি?

ক. ২৭টি

খ. ২৮টি

গ. ২৯টি

ঘ. ৩০টি

উত্তরঃ খ

 

২২. বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?

ক. তিতাস, ব্রাহ্মণবাড়িয়া

খ. রশিদপুর, হবিগঞ্জ

গ. ছাতক, সুনামগঞ্জ।

ঘ. জকিগঞ্জ, সিলেট

উত্তরঃ ঘ

 

২৩. বাংলাদেশের মােট উপজেলা কতটি?

ক. ৪৯৪টি

খ. ৪৯৩টি

গ. ৪৯৫টি

ঘ. ৪৯৬টি

উত্তরঃ গ

২৪. ২৬ জুলাই ২০২১ NICAR-এর ১১৭তম বৈঠকে কেনি উপজেলার অনুমােদন দেওয়া হয়?

ক. ঈদগাও, কক্সবাজার

খ. ডাসর, মাদারীপুর

গ. মধ্যনগর, সুনামগঞ্জ

ঘ. ওপরের সবগুলাে

উত্তর: ঘ

২৫. বাংলাদেশের মন্ত্রিসভার মােট সদস্য সংখ্যা কত?

ক. ৪৭ জন

খ. ৪৮ জন

গ. ৪৯ জন

ঘ. ৫০ জন

উত্তর: গ

 

২৬. বাংলাদেশের মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত?

ক. ২৪ জন

খ. ২৬ জন

গ. ২৯ জন

ঘ. ৩০ জন

উত্তরঃ খ

 

২৭. বাংলাদেশের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত?

ক. ১৯ জন

খ. ২০ জন

গ. ২৬ জন

ঘ. ২৮ জন

উত্তরঃ খ

 

২৮. বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনােক্র্যাট মন্ত্রী কতজন?

ক. ২ জন

খ. ৩ জন

গ. ৪ জন

ঘ. ৫ জন

উত্তর: খ

 

২৯. বাংলাদেশে GDP নির্ণয়ে নতুন ভিত্তি বছর কোনটি?

ক. ২০০৫-০৬

খ. ২০০৮-০৯

গ. ২০১৫-১৬

ঘ. ২০১৮-১৯

উত্তরঃ গ

 

৩০. নতুন ভিত্তি বছর অনুযায়ী ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় কত?

ক. ২,২২৭ মা. ড.

খ. ২,৩৩৪ মা. ড.

গ. ২,৪২৭ মা. ড.

ঘ. ২,৫৫৪ মা, ড.

উত্তরঃ ঘ

 

৩১. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় প্রকাশিত হয়?

ক. গ্রিক

খ. ইতালি

গ. রুশ

ঘ. ফারসি।

 উত্তরঃ ক

 

৩২. নিচের কোন উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক

ক. আগুনপাখি

 খ. সাবিত্রী উপাখ্যান

গ. শামুক

ঘ. ওপরের সবগুলাে

উত্তরঃ ঘ

 

৩৩. ২৪ অক্টোবর ২০২১ উদ্বাধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত?

ক. ১,৪৭০ মিটার

 খ. ১,৫৭০ মিটার

গ. ১,৬৭০ মিটার

ঘ.১,৭৭০ মিটার

 উত্তরঃ ক

 

৩৪. বাংলাদেশের কোন মাদরাসায় মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে?

 ক. সিলেট সরকারি আলিয়া মাদরাসা

খ. মাদরাসা-ই-আলিয়া, ঢাকা

গ. রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা

ঘ. দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ঢাকা

 উত্তরঃ গ

 

৩৫. বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন?

ক. ২৩

খ. ২৪

গ. ২৫

ঘ. ২৬

উত্তরঃ খ

 

৩৬. মুজিববর্ষের সমাপ্তি  কবে?

ক. ১৬ ডিসেম্বর ২০২১

 খ. ১৭ মার্চ ২০২২

গ. ২৬ মার্চ ২০২২

ঘ. ১৬ ডিসেম্বর ২০২২

 উত্তরঃ ক

 

৩৭. প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি?

ক. ভারত

 খ. চীন

গ. মেক্সিকো

ঘ. পাকিস্তান

 উত্তরঃ ক

 

৩৮. প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত?

ক. পঞ্চম

খ. ষষ্ঠ

গ. সপ্তম

ঘ. অষ্টম

 উত্তরঃ গ

 

৩৯. ২০২১ সালে প্রথম ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃজনশীল অর্থনীতি পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান?

ক. ActionAid

 খ. Save the Children

গ. Danish Refugee Council

ঘ. MoTIV Creations Limited

উত্তরঃ ঘ

 

৪০. ২০২১ সালে যুক্তরাজ্যের সন পদক লাভ করেন কোন বাংলাদেশি?

ক. মেরিনা তাবাসুম

 খ. মােবাশ্বর হুসেন

গ. ইয়াফেস ওসমান

ঘ. এহসান খান

উত্তরঃ ক

 

৪১. ২০২১ সালের WITSA Eminent Persons Award লাভ করেন কে?

ক. ফুমিও কিশিদা

খ. সি চিন পিং

গ. জো বাইডেন।

ঘ. শেখ হাসিনা।

 উত্তরঃ ঘ

 

৪২. ২০২১ সালের অ্যাসােসিও লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করেন কোন বাংলাদেশি?

ক. মােবাশ্বর হুসেন

 খ. সজীব ওয়াজেদ জয়

গ. শেখ হাসিনা

ঘ. ইয়াফেস ওসমান

উত্তরঃ খ

 

৪৩. দেশের ঘরােয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান কে?

ক. সাকিব আল হাসান

 খ. তারিকুজ্জামরন মুনির

গ. তামিম ইকবাল

ঘ. এনামুল হক।

 উত্তরঃ খ

 

৪৪. G2G এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ?

ক) ভারত

খ) চীন

গ) জাপান

ঘ) উপরের সবগুলাে

 উত্তরঃ ঘ

 

৪৫. দেশের প্রথম টানেলের নাম কী?

ক) শেখ হাসিনা টানেল

 খ) কর্ণফুলী টানেল

গ) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান টানেল

ঘ) ওপরের কোনটিই নয়

 উত্তরঃ গ

 

৪৬. দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে-

ক) পদ্মা

 খ) কর্ণফুলী

গ) যমুনা

ঘ) মেঘনা

 উত্তরঃ খ

 

৪৭. পাবনার রূপপুরে নির্মানাধীন পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিএ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি উদ্বোধন করা হয় কবে?

ক) ১০ অক্টোবর ২০২১

 খ) ১৩ অক্টোবর ২০২১

গ) ১৫ অক্টোবর ২০২১

ঘ) ১৮ অক্টোবর ২০২১

উত্তরঃ ক

 

৪৮. ২০২১ সালে মােস্তফা (স.) পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশী?

 ক) ড. এম জাহিদ হাসান।      খ) আব্দুল করিম।

গ) জামাল নজরুল ইসলাম       ঘ) আবেদ চৌধুরী

 উত্তরঃ ক

 

৪৯. দেশে চরম দারিদ্র্যে শীর্ষ জেলা কোনটি?

ক) কুড়িগ্রাম      খ) রংপুর       গ) নারায়নগঞ্জ       ঘ) সিলেট

 উত্তরঃ ক

 

৫০. দেশে চরম দারিদ্র্যে সর্বনিম্ন জেলা কোনটি?

ক) ঢাকা     খ) চট্টগ্রাম     গ) নারায়নগঞ্জ     ঘ) সিলেট

উত্তরঃ গ

 

 

৫১. পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?

ক) দ্বিতীয়     খ) তৃতীয়    গ) চতুর্থ     ঘ) পঞ্চম

 উত্তরঃ খ

 

৫২. বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়?

ক) অসমীয়া       খ) ইতালীয়     গ) মালয়      ঘ) মারাঠি

উত্তরঃ ঘ

 

৫৩. বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বানিজ্য ও বিনিয়ােগ বিষয়ক কাঠামাে চুক্তি স্বাক্ষরিত হয়?

ক. ১০ সেপ্টেম্বর ২০২১

খ. ১১ সেপ্টেম্বর ২০২১

গ. ১৫ সেপ্টেম্বর ২০২১

ঘ. ১৭ সেপ্টেম্বর ২০২১

উত্তরঃ গ

 

৫৪. বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে?

ক. ইকবাল করিম ভূঁইয়া

 খ. এস এম শফিউদ্দিন আহমেদ

গ. নুরউদ্দীন খান

ঘ. আবদুল মুবীন

উত্তর: খ

 

৫৫. বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান কে?

 ক. মসিহুজ্জামান সেরনিয়াবাত

খ. মােহাম্মদ রফিকুল ইসলাম

গ. জামাল উদ্দিন আহমেদ

ঘ. শেখ আব্দুল হান্নান।

উত্তর: ঘ

 

৫৬. সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার কে?

ক. আমজাদ হােসেন      খ. গাজী মাজহারুল আনােয়ার

গ. আবদুল জব্বার          ঘ. ফজল-এ-খােদা

উত্তর: ঘ

 

৫৭. সালাম সালাম হাজার সালাম’ গানের কণ্ঠশিল্পী কে?

ক. সৈয়দ আব্দুল হাদী       খ. কিরণ চন্দ্র রায়

গ. আবদুল জব্বার            ঘ. ফজল-এ-খােদা।

উত্তর: গ

  

৫৮. অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব' পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক কে?

ক. আহমেদ রুবেল      খ. নজরুল ইসলাম

গ. শেখ রেহানা           ঘ. শ্যাম বেনেগল

উত্তর: খ

 

৫৯. The Startup Wife উপন্যাসের লেখক কে?

ক. নেয়ামত ইমাম      খ. জিয়া হায়দার রহমান

গ. মনিকা আলী         ঘ. তাহমিমা আনাম

উত্তর: ঘ

 

৬০. বর্তমানে দেশে ভৌগােলিক নির্দেশক (GI) পণ্য কতটি?

ক. ৭টি     খ. ৮টি     গ. ১১টি      ঘ. ১০টি

উত্তর: গ

 

৬১. কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব্বে অফিশিয়াল সিলেকশনে আমন্ত্রণ পাওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র কোনটি?

ক. রেহানা মরিয়ম নূর     খ. মাটির ময়না      গ. কাগজের ফুল      ঘ. মুক্তির কথা

উত্তর: ক

 

৬২. রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটির পরিচালক কে?

ক. মােস্তফা সরয়ার ফারুকী

খ. তারেক মাসুদ

গ. তৌকির আহমেদ

ঘ. আব্দুলাহ মােহাম্মদ সাদ

উত্তর: ঘ

 

৬৩.রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলাের মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হােয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করে?

ক. জনতা ব্যাংক লিমিটেড      খ. বেসিক ব্যাংক লিমিটেড       গ. সােনালী ব্যাংক লিমিটেড      ঘ. রূপালী ব্যাংক লিমিটেড

উত্তর: খ

 

 

৬৪. বর্তমানে দেশে মােট বীমা কোম্পানির সংখ্যা কতটি? 

ক. ৭৭টি     খ. ৭৯টি     গ. ৮১টি     ঘ. ৮৩টি

উত্তর: গ

 

৬৫. বাংলা একাডেমির নতুন সভাপতি কে?

ক. বেগম আকতার কামাল   খ. ড. রফিকুল ইসলাম     গ. মুহাম্মদ সামাদ     ঘ. আলী ইমাম

উত্তর: খ

 

৬৬.বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?

ক. ৪৭টি     খ. ৪৮টি     ঘ. ৫০টি

উত্তর: ঘ

 

৬৭.দেশের ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?

ক. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়       খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়

গ. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়         ঘ. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

উত্তর: গ

 

৬৮. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে?

ক. অধ্যাপক ডা. ইসমাইল খান        খ. অধ্যাপক ডা. মাসুম হাবিব

গ. ডা. মােহাম্মদ মাহবুবুর রহমান       ঘ. অধ্যাপক ডা. কামরুল হাসান খান

উত্তর: গ

 

৬৯.বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?

ক. ৩টি     খ. ৪টি     গ. ৫টি      ঘ. ৬টি

উত্তর: গ

 

৭০.শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

ক. খুলনা    খ. গােপালগঞ্জ    গ. রংপুর     ঘ. নেত্রকোনা

উত্তর: ক

 

 

 

 

৭১. দুদকের বর্তমান চেয়ারম্যান কে?

ক. সাইদ মাহবুব খান

 খ. মােহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ

গ. মাে. মােজাম্মেল হক খান

ঘ.মাে. জহুরুল হক

উত্তর: খ

 

৭২. বিমান বাংলাদেশ এয়ারলাইলে বর্তমান মােট উড়ােজাহাজের সংখ্যা কতটি?

ক. ১৮টি    খ. ১৯টি    গ. ২০টি      ঘ.২১টি

উত্তরঃ ঘ

 

৭৩.বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান বহরে ৫মার্চ ২০২১ সর্বশেষ যুক্ত হয় কোন বিমানটি?

ক. ধ্রুবতারা     খ. আকাশতারী     গ. শ্বেতবলাকা      ঘ. ওপরের সবগুলাে

উত্তরঃ গ

 

৭৪. ফেনী নদীর ওপর নির্মিত “বাংলাদেশ ভারত মৈত্রী সেতু-১” উদ্বোধন হয় কবে?

ক. ৫ মার্চ ২০২১   খ. ৯ মার্চ ২০২১     গ. ১২ মার্চ ২০২১      ঘ. ১৫ মার্চ ২০২১

উত্তর: খ

 

৭৫. বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়চীন ‘র ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি?

 ক. New China as I Saw 1952     খ. The New China as I Saw

গ. New China1952                       ঘ. Amar Dekha Naya Chin

উত্তর: গ

 

৭৬. New China 1952 গ্রন্থটির অনুবাদক কে?

ক. অধ্যাপক ফকরুল আলম           

খ. অধ্যাপক মাে: আহসানুল হক

গ.অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

ঘ. অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

উত্তর:ক

 

৭৭. My Father, My Bangladesh গ্রন্থের রচয়িতা কে?

ক. শেখ হাসিনা      খ. অধ্যাপক ফকরুল আলম

গ. অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

ঘ. অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

উত্তর:ক

 

৭৮. ফুলিঙ্গ চলচ্চিত্রের পরিচালক কে?

ক. বদরুল আনাস সৌদ

খ. মাসুদ পথিক

গ. তৌকীর আহমেদ

ঘ. নাসিরউদ্দিন ইউসুফ

উত্তর:গ

 

৭৯.বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?

(ক) ৩৭টি    (খ)৩৮ টি    (গ)৩৯ টি     (ঘ) ৪০টি

উত্তর: গ

  

৮০. বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মিত হচ্ছে কোথায়?

(ক) শিবপুর, নরসিংদি     (খ) মিঠামইন, কিশােরগঞ্জ     (গ) কোটালীপাড়া, গােপালগঞ্জ      (ঘ) তেঁতুলিয়া, পঞ্চগড়

 উত্তর: ঘ

 

৮১. বাংলাদেশ ধান গভেষনা ইনস্টিটিউট (BRRI) কতটি ধানরে জাত উদ্ভাবন করেছে?

(ক) ৯৮ টি

(খ)৯৯ টি

(গ)১০০ টি

(ঘ)১০১ টি

উত্তর: গ

 

৮২. প্রতিপক্ষকে হােয়াইটওয়াশ করে বাংলাদেশ এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছেন?

 (ক) ১১টি

 (খ) ১২টি

(গ) ১৩টি

(ঘ) ১৪টি

 উত্তর: ঘ

 

৮৩. টেস্টে বাংলাদেশের কোন ক্রিকেটার সর্বাধিক সেঞ্চুরী করেছে?

(ক) তামিম ইকবাল

 (খ) সাকিব আল হাসান

(গ) মুশফিকুর রহিম

(ঘ) মমিনুল হক

 উত্তর: ঘ

 

৮৪. ১৯ জানুয়ারী ২০২০ দেশের প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়ােগ পায় কোন প্রতিষ্ঠান?

 ক. European Space Agence (ESA) *.

খ. Thales Alenea Space

গ. SpaceX 7.

ঘ. Price water-house Coopers (PWC)

 উত্তর: ঘ

 

৮৫. উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কী হবে?

ক. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

 খ. শেখ হাসিনা স্যাটেলাইট-১

গ. ওয়াজেদ মিয়া স্যাটেলাইট

ঘ. বাংলাদেশ স্যাটেলাইট

 উত্তরঃ ক

 

৮৬. দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে?

ক. ২০২২ সালে

 খ. ২০২৩ সালে

গ. ২০২৫ সালে

ঘ. ২০২৭সালে

 উত্তরঃ খ

 

৮৭. দেশের চতুর্থ ভৌগােলিক নিদের্শক পণ্য কোনটি? 

ক. জামদানি।

খ. ইলিশ।

গ. ক্ষীরশাপাতি আম

ঘ. ঢাকাই মসলিন

উত্তর: ঘ

 

 

৮৮. মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে?

ক. ১৮ মার্চ, ২০২১

খ. ২৬ মার্চ, ২০২১

গ. ৩০ মার্চ, ২০২১

ঘ. ৩১ মার্চ, ২০২১

উত্তর:- ঘ. ৩১ মার্চ, ২০২১

 

৮৯. মেট্রোরেলের কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে?

ক. তাইওয়ান

খ. জাপান

গ. যুক্তরাষ্ট্র

ঘ. চীন

উত্তর:- খ. জাপান

 

৯০. কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ দেশে পৌঁছে?

ক. কক্সবাজার বন্দর

খ. পায়রা বন্দর

গ. চট্টগ্রাম বন্দর

ঘ. মোংলা বন্দর

উত্তর:- ঘ. মোংলা বন্দর

 

৯১. সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে?

ক. আকবর আলি খান

খ. ওয়াহিদউদ্দিন মাহমুদ

গ. মোহাম্মদ ইউনুস

ঘ. খোন্দকার ইব্রাহিম খালেদ

উত্তর:- ক. আকবর আলি খান

 

৯২.  সম্প্রতি কোন বাংলাদেশি জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির ‘বাংলাদেশ চেয়ার’ নির্বাচিত হয়েছেন?

ক. অধ্যাপক রফিকুল ইসলাম

খ. অধ্যাপক হারুন-অর-রশিদ

গ. অধ্যাপক রায়হান আহমেদ

ঘ. অধ্যাপক শাহরিয়ার আলম

উত্তর:- খ. অধ্যাপক হারুন-অর-রশিদ

 

৯৩. সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের জের ধরে কোন দেশের তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধান একযোগে পদত্যাগ করেছেন?

ক. আর্মেনিয়া

খ. ব্রাজিল

গ. ইকুয়েডর

ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর:- খ. ব্রাজিল

 

৯৪. কোন মোবাইল ফোন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ করতে শুরু করেছে?

ক. মটোরোলা

খ. শাওমি

গ. এইচটিসি

ঘ. নকিয়া

উত্তর:- খ. শাওমি

 

৯৫.  মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল কোনটি?

ক. চীনের গ্র্যান্ড খাল

খ. সুয়েজ খাল

গ. গ্রিসের করিন্থ খাল

ঘ. কোনোটিই নয়

উত্তর:- গ. গ্রিসের করিন্থ খাল

 

 

৯৬. ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?

ক. ৭০ ডলার

খ. ৪৫ ডলার

গ. ৯৮ ডলার

ঘ. ২১ ডলার

উত্তর:- ক. ৭০ ডলার

 

৯৭. কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের?

ক. ২০৪১ সাল

খ. ২০৩১ সাল

গ. ২০৭১ সাল

ঘ. ২০৫০ সাল

উত্তর:- ক. ২০৪১ সাল

 

৯৮. সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?

ক. ১৮৬৭ সালের ১৭ নভেম্বর

খ. ১৯৬৯ সালের ২ জানুয়ারি

গ. ১৮৭৯ সালের ২৭ নভেম্বর

ঘ. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

উত্তর:- ঘ. ১৮৬৯ সালের