সাম্প্রতিক সাধারণ জ্ঞান (নভেম্বর-২২)


নোবেল পুরস্কার ২০২২ (নিচে দেখুন)

বাংলাদেশ বিষয়াবলীঃ

প্রশ্ন : দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম কী?

উত্তর : পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (PGCB)।

 

প্রশ্ন : ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) নতুন কমিশনার কে?

উত্তর : খন্দকার গোলাম ফারুক।

 

প্রশ্ন : ২১ সেপ্টেম্বর ২০২২ সরকার কতটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (Critical Information Infrastructure-CII) ROIC ঘােষণা করে?

উত্তর : ২৯টি।

 

প্রশ্ন : ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’-এর বর্তমান নাম কী?

উত্তর : জাতীয় মানবকল্যাণ পদক।

 

প্রশ্ন : সাধারণত যেসব সেতুর নিচ দিয়ে নৌযান চলাচলের পথ থাকে না সেগুলাকে কী বলা হয়?

উত্তর : কালভার্ট।

 

প্রশ্ন : পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি (রিঅ্যাক্টর প্রেসার ভেসেল) স্থাপনের কাজ উদ্বোধন করা হয় কবে?

উত্তর : ১৯ অক্টোবর ২০২২।

 

প্রশ্ন : বাংলাদেশের পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার কোন দেশ?

উত্তর : জার্মানি।

 

প্রশ্ন : ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নামকরণ করে কোন দেশ?

উত্তর : থাইল্যান্ড। ভিয়েতনামিজ ভাষায় যার অর্থ ‘পাতা’।

 

প্রশ্ন : বর্তমানে সারাদেশে মোট ডিজিটাল সেন্টার কতটি?

উত্তর : ৫,২৮৬টি। যার মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ৪,৫৫৪টি।

 

প্রশ্ন : ২০৩০ সালে বিশ্বের কততম ভোক্তা বাজার হবে বাংলাদেশ?

উত্তর : ৯ম।

 

প্রশ্ন: মধুমতি সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর : ৬৯০ মিটার (প্রস্থ ২৭.১০ মিটার)।

 

প্রশ্ন : তৃতীয় শীতলক্ষ্যা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর : ১.২৯ কিলোমিটার।

 

প্রশ্ন : জলবায়ু গবেষণায় দেশের প্রথম ক্লাইমেট সেন্টারের যাত্রা শুরু হয় কবে?

উত্তর : ১ অক্টোবর ২০২২; গাজীপুরের শ্রীপুরে।

 

প্রশ্ন: প্রস্তাবিত জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২২’ অনুযায়ী জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে কোন মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হবে?

উত্তর : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে।

 

প্রশ্ন : ১৫-১৭ অক্টোবর ২০২২ কোন রাষ্ট্রপ্রধান প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেন?

উত্তর : সুলতান হাসানাল বলকিয়াহ ।

 

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : সুইডেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর : উলফ ক্রিস্টারসন।

 

প্রশ্ন : ১৫ ডিসেম্বর ২০১৮ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেওয়া স্বীকৃতি অস্ট্রেলিয়া কবে প্রত্যাহার করে?

উত্তর : ১৭ অক্টোবর ২০২২।

 

প্রশ্ন : ইউক্রেনে রাশিয়ার নতুন সামরিক কমান্ডারের নাম কী?

উত্তর : জেনারেল সের্গেই সুরোভিকিন।

 

প্রশ্ন : শহিদ ১৩৬ বা কামিকাজে ড্রোন কোন দেশের তৈরি?

উত্তর : ইরান।

 

প্রশ্ন : ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি কে?

উত্তর : মল্লিকার্জুন খাড়গে।

 

প্রশ্ন : যাত্রীবাহী বিমান সি-৯১৯ কোন দেশের তৈরি?

উত্তর : চীন।

 

প্রশ্ন : কুখ্যাত ‘এভিন কারাগার’ (Evin Prison) কোন দেশে অবস্থিত?

উত্তর : ইরান।

 

প্রশ্ন : eVTOL’র পূর্ণরূপ কী?

উত্তর : Electric Vertical Take-off and Landing.

 

প্রশ্ন : হিমার্স ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?

উত্তর : যুক্তরাষ্ট্র।

 

প্রশ্ন : নেপালে মোট কতটি নৃগোষ্ঠী রয়েছে?

উত্তর : ১২৬টি।

 

প্রশ্ন : ২৮ সেপ্টেম্বর ২০২২ ভারতের দ্বিতীয় সেনা সর্বাধিনায়ক (Chief of Defence Staff- CDS) হিসেবে নিয়োগ পান কে?

উত্তর : লেফটেন্যান্ট জেনারেল (অব.) অনিল চৌহান।

 

প্রশ্ন : কার্চ প্রণালি সংযুক্ত করেছে কোন দুটি সাগর কে?

উত্তর : কৃষ্ণসাগর ও আজভ সাগরকে।

 

প্রশ্ন : ২০২২ সালের অষ্টম টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন কে?

উত্তর : কার্তিক মেইয়াঙ্গুন (সংযুক্ত আরব আমিরাত)।

 

প্রশ্ন : পুরুষ টি-২০ বিশ্বকাপের সবচেয়ে কম বয়সি খেলোয়াড় কে?

উত্তর : আয়ান আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)।

 

প্রশ্ন : যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী কে?

উত্তর : ঋষি সুনাক।

 

প্রশ্ন : জাতিসংঘের মানব পাচার বিষয়ক বিশেষ দূত কে?

উত্তর : সিওবান মোল্লালী।

 

প্রশ্ন : ২০২২ সালের কিডস রাইটস সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : আইসল্যান্ড।

 

প্রশ্ন : ২০২২ সালের কি*ডস রাইটস সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তর : শাদ।

 

প্রশ্ন: ২০২২ সালের কি*ডস রাইটস সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : ১০২তম।

 

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী রকেট লঞ্চ করলো কোন সংস্থা?

উত্তরঃ SpaceX

 

প্রশ্ন: সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় ক্ষমতায় ফিরলেন?

উত্তরঃ বেঞ্জামিন নেতানিয়াহু

 

প্রশ্ন: দীর্ঘতম প্যাসেঞ্জার ট্রেন চালু করে রেকর্ড গড়লো কোন দেশ-

উত্তরঃ সুইজারল্যান্ড (প্রায় ২ কিলোমিটার)

 

প্রশ্ন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ -এর সভাপতিত্ব করবে কে?

উত্তরঃ ঘানা

 

প্রশ্ন: উইপ্রো (Wipro) কোম্পানির CEO পদে নিযুক্ত হলেন কে?-

উত্তরঃ অমিতাভ চৌধুরী

 

প্রশ্ন: সম্প্রতি টেক্সটবুকে ভারতের প্রথম মহিলা মুসলিম শিক্ষিকা ফতিমা শেখের সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করলো কে?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

 

প্রশ্ন: সম্প্রতি অবসর ঘোষণা করলেন স্পেনের কোন ফুটবলার?

উত্তরঃ জেরার্ড পিকে

 

প্রশ্ন: দক্ষিণ কোরিয়ার সাথে ‘Vigilant Storm’ সামরিক অনুশীলন শুরু করলো কোন দেশ?

উত্তরঃ আমেরিকা।

 

 

পুরস্কারঃ

প্রশ্ন : ২০২২ সালের নোবেলজয়ী সোয়াতে প্যাবোর বাবা সুনে বার্গস্ট্রোম কবে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর : ১৯৮২ সালে চিকিৎসাবিজ্ঞানে।

 

প্রশ্ন : অষ্টম নারী হিসেবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে?

উত্তর : ক্যারোলিন আর, বার্তোজ্জি।

 

প্রশ্ন :প্রথম ফরাসি নারী লেখক হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে?

উত্তর : অ্যানি আরনো; তিনি সাহিত্যে নোবেল জয়ী ১৭তম নারী।

 

প্রশ্ন : ২০২২ সালের শাখারভ পুরস্কার লাভ করে কে?

উত্তর : ইউক্রেনের জনগণ।

 

নোবেল পুরস্কার ২০২২ বিজয়ীদের তালিকা

 

 চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২২ :

বিলুপ্ত হোমিন এবং মানব প্রজাতির জিনোম সম্পর্কিত গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে এককভাবে নোবেল বিজয়ী হলেন 

 

 পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২২ :

কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য পদার্থ বিজ্ঞানে যুগ্মভাবে বিজয়ী হলেন 

 

 রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২২ :

ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য রসায়ন বিজ্ঞানে যুগ্মভাবে নোবেল পুরস্কার বিজয়ী হলেন 

 

 সাহিত্যে নোবেল পুরস্কার ২০২২ :

সাহস এবং নিখুঁত মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়কে একত্রিত করে যেভাবে তিনি ক্ষুরধার কলমে অনাবৃত করেছেন সেই পেক্ষাপট থেকে সাহিত্য বিভাগে এককভাবে নোবেল জয়ী হলেন 

 

 শান্তিতে নোবেল পুরস্কার ২০২২ :

সুশীল সমাজের প্রতিনিধিত্ব, বহু বছর ধরে ক্ষমতার অপব্যবহার সমালোচনা করার অধিকার এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার পাশাপাশি যু*দ্ধাপরাধ মানবাধিকার ল*ঙ্ঘনের বিরুদ্ধে অসামন্য অবদানের স্বীকৃতি স্বরূপ শান্তিতে যুগ্মভাবে নোবেল পুরস্কার পাচ্ছেন

 

 অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২২ :

ব্যাঙ্ক এবং আর্থিক সংকটের উপর গবেষণার জন্য অর্থনীতিতে যুগ্মভাবে নোবেল বিজয়ী হলেন