সাম্প্রতিক সাধারণ জ্ঞান, মার্চ-২০২৩


বি.দ্র. আমাদের এই সাধারণ জ্ঞান ২০২৩ সকল বিষয় এ্যাপটি বেশি বেশি শেয়ার ও রেটিং দিয়ে সহায়তা করুন। 

বাংলাদেশঃ

১. দেশের দ্বিতীয় মেট্রোরেল প্রকল্পের নাম কি?

উত্তরঃ এমআরটি লাইন-১

২. দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ শুরু হয় কবে?

উত্তরঃ ২ ফেব্রুয়ারি ২০২৩

৩. প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত?

উত্তরঃ ১৯.৮৭২ কিলোমিটার

৪. বর্তমান দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? 

উত্তরঃ ৪০ টি

৫. বর্তমান দেশে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কী?

উত্তরঃ তৃণমূল বিএনপি

৬. জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় কবে?

- ১২ ফেব্রুয়ারি ২০২৩

৭. ২২ তম নব নির্বাচিত রাষ্টপতির নাম কি?

- মোঃ সাহাবুদ্দীন চুপ্পু

৮. বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?

-গাজীপুর

৯. ৩১ জানুয়ারি ২০২৩ দেশের প্রথম স্মার্ট উপজেলা উদ্বোধন করা হয় কোথায়?

- শিবচর, মাদারিপুর

১০. বাংলাদেশে নিযুক্ত দ্বিতীয় ব্রিটিশ নারী হাইকমিশনার কে?

- সারাহ কুক

১১. বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?

- এলিসন ব্লেইক

১২. মুজিব নগর বিশ্ববিদ্যালয় কোথায় হবে?

- মেহেরপুর, কুষ্টিয়া

১৩. ২০২১ সালের জাতীয় পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি?

- নোনা জলের কাব্য ও লাল মোরগের ঝুঁটি

 

জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২১-২০২২ 

১৪. দেশের মাথাপিছু জিডিপি কত

-২৬৮৭ মা.ডলার

১৫. দেশে মাথাপিছু আয়- 

- ২৭৯৩ মা.ডলার

 

১৬. মো. আবদুল হামিদ রচিত বইটির নাম কি?

- আমার জীবননীতি আমার রাজনীতি

১৭. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন এর পরিচালক কে?

- খিজির হায়াত খান

১৮. বাংলাদেশ প্রিমিয়ার লীগ এর ৮ম চ্যাম্পিয়ন কে?

- কুমিল্লা ভিক্টোরিয়াস

‌১৯. জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ কে?

-চন্ডিকা হাতুরোসিংহে

২০. প্রথমবারের মত কোন ক্রিকেট টিমকে টি-টুয়েন্টিতে হোয়াটওয়াশ করে বাংলাদেশ?

- ইংল্যান্ড কে

২১. প্রথমবারের মত ইংল্যান্ড কে কবে টি-টুয়েন্টিতে হোয়াটওয়াশ করে বাংলাদেশ?

- ১৪ ই মার্চ ২০২৩

২২. সর্ব প্রথম বাংলাদেশ কোন দলকে টি-টুয়েন্টিতে হোয়াটওয়াশ করে?

- আয়ারল্যান্ড (২০১২)

২৩. উড়াল-পাতাল এর সমন্বয়ে এমএরটি লাইন -১ এর দৈর্ঘ্য কত?

- ৩১.২৪১ কিলোমিটার

২৪. পাতাল রেলের ডিপো কোথায় নির্মিত হচ্ছে?

- পিতলগঞ্জ, নারায়ণগঞ্জ।

২৫. মিরপুর-কালশি ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

- ২.৩৪ কি.মি.

 

আন্তর্জাতিকঃ

১. সম্প্রতি ইউক্রেনের কোন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে?

- ওডেসা

২. সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট কোন চুক্তি স্থগিত করার ঘোষনা দেন?

- নিউ স্টার্ট

৩. তুরস্ক ও সিরিয়া ৭.৮ মাত্রার স্বরনকালের ভুমিকম্প সংগঠিত হয় কবে?

- ৬ ফেব্রুয়ারি – ২০২৩

৪. চীনের বর্তমান প্রধানমন্ত্রী লে কিয়াং দায়িত্ব গ্রহণ করে কবে?

- ১৫-ই মার্চ, ২০২৩

৫. বর্তমানে কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?

- বৃহস্পতির

৬. বর্তমানে ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?

- ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন

৭. সম্প্রতি ৬০ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোন ভারতীয় বংশোদ্ভূত প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষনা দেন?

-নিকি হ্যালি

৮. ১৮ ই ফেব্রুয়ারি ২০২৩ আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসের দায়িত্ব গ্রহণ করেন কে?

- আজালি আসুমানি

৯. ২০২২ সালে গনতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত?

- ৭৩তম

দুর্নীতি সূচক ২০২২

১০. শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?

- সোমালিয়া

১১. সর্ব নিম্ন দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?

- ডেনমার্ক

১২. নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?

- ১২ তম

১৩. ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?

- ১৪৭ তম

বিশ্ব ভাষা চিত্র – ২০২৩

১৪. বিশ্বে প্রচলিত ভাষা সংখ্যা কয়টি ?

- ৭১৩৮ টি

১৫. সর্বাধিক ভাষার দেশ-

- পাপুয়া নিউগিনি

১৬. ব্যবহারিক দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত?

- সপ্তম

১৭. মাতৃভাষার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত?

- পঞ্চম

১৮. সল্পন্নোত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ও কখন?

- দোহা, কাতার। ৫-৯ ই মার্চ-২০২৩