কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৩ থেকে ৫০টি এমসিকিউ
বাংলাদেশ বিষয়াবলী
১. দেশের ২৩তম মন্ত্রিপরিষদ সচিব কে?
ক) মাসুদ বিন মোমেন
খ) কবির বিন আনোয়ার
গ) নাজমুল আহসান
ঘ) মো. আমিনুল ইসলাম খান
সঠিক উত্তর : কবির বিন আনোয়ার
২. প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে?
ক) মোস্তাফিজুর রহমান
খ) মোহাম্মদ সালাহ উদ্দিন
গ) মো. তোফাজ্জল হোসেন মিয়া
ঘ) খাজা মিয়া
সঠিক উত্তর : মো. তোফাজ্জল হোসেন মিয়া
৩. বিশ্বব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক কে?
ক) ড. আহমদ কায়কাউস
খ) ড. মোহাম্মদ তারেক
গ) মো. ওয়াহিদুল ইসলাম খান
ঘ) খন্দকার আনোয়ারুল ইসলাম
সঠিক উত্তর : ড. আহমদ কায়কাউস
৪. জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
ক) মো. নজরুল ইসলাম
খ) এনামুল হক চৌধুরী
গ) মেঘনা গুহ ঠাকুরতা
ঘ) ড. কামাল উদ্দিন আহমেদ
সঠিক উত্তর : ড. কামাল উদ্দিন আহমেদ
৫. দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় কবে?
ক) ১১ ডিসেম্বর ২০২২
খ) ২২ ডিসেম্বর ২০২২
গ) ১৬ ডিসেম্বর ২০২২
ঘ) ২৮ ডিসেম্বর ২০২২
সঠিক উত্তর : ২৮ ডিসেম্বর ২০২২
৬. নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্বাক্ষর করা প্রথম নোট কবে বাজারে আসে?
ক) ২৫ নভেম্বর ২০২২
খ) ২৭ নভেম্বর ২০২২
গ) ২৯ নভেম্বর ২০২২
ঘ) ১ ডিসেম্বর ২০২২
সঠিক উত্তর : ২৯ নভেম্বর ২০২২
৭. বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ) বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
ক) লৌহজং, মুন্সীগঞ্জ
খ) সাভার, ঢাকা
গ) মিরসরাই, চট্টগ্রাম
ঘ) আড়াইহাজার, নারায়ণগঞ্জ
সঠিক উত্তর : আড়াইহাজার, নারায়ণগঞ্জ
৮. সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা কোন ফলের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হন?
ক) কাঁঠাল
খ) জাম
গ) লিচু
ঘ) আম
সঠিক উত্তর : কাঁঠাল
৯. বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি?
ক) ৩২৮টি
খ) ৩৩০টি
গ) ৩২৯টি
ঘ) ৩৩১টি
সঠিক উত্তর : ৩৩০টি
১০. ২৭ নভেম্বর ২০২২ NICAR ১১৮তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেওয়া হয়?
ক) শ্যামনগর, সাতক্ষীরা
খ) আশুলিয়া, ঢাকা
গ) ফতুল্লা, নারায়ণগঞ্জ
ঘ) রৌমারী, কুড়িগ্রাম
সঠিক উত্তর : শ্যামনগর, সাতক্ষীরা
১১. কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে কী নামকরণ করা হয়?
ক) ঝাউদিয়া থানা
খ) বঙ্গবন্ধু থানা
গ) শান্তিডাঙ্গা থানা
ঘ) উজানগ্রাম থানা
সঠিক উত্তর : ঝাউদিয়া থানা
আন্তর্জাতিক বিষয়াবলী
১২. ভারতের যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট কে?
ক) মেহরুন ফারুকী
খ) সানিয়া মির্জা
গ) খাদিজা প্যাটেল
ঘ) নুসরাত জাহান
সঠিক উত্তর : সানিয়া মির্জা
১৩. অত্যাধুনিক প্রযুক্তির বোমারু বিমান ‘বি-২১ রাইডার’ কোন দেশের তৈরি ?
ক) ফ্রান্স
খ) রাশিয়া
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন
সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র
১৪. পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক) শিওমারা কাস্ত্রো
খ) নাতাশা পিয়ার্স মুসার
গ) শাকেল্লারোপাউলো
ঘ) দিনা বলুয়ার্তে
সঠিক উত্তর : দিনা বলুয়ার্তে
১৫. জাতিসংঘ ঘোষিত ২০২৩ সাল কোন বর্ষ?
ক) International Year of Millets
খ) International Year of Dialogue as a Guarantee of Peace
গ) International Year of Glaciers’ Preservation
ঘ) ক + খ
সঠিক উত্তর : ক + খ
১৬. জাতিসংঘ ঘোষিত International Year of Rangelands and Pastoralists কোন সাল?
ক) ২০২৪ সাল
খ) ২০২৫ সাল
গ) ২০২৬ সাল
ঘ) ২০২৭ সাল
সঠিক উত্তর : ২০২৬ সাল
১৭. ২০২৩ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?
ক) বেইজিং (চীন)
খ) বৈরুত (লেবানন)
গ) বাগদাদ (ইরাক)
ঘ) আক্রা (ঘানা)
সঠিক উত্তর : আক্রা (ঘানা)
১৮. অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষের ২০২২ সালের বর্ষসেরা শব্দ কোনটি ?
ক) Goblin mode
খ) Metaverse
গ) #IStand With
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর : Goblin mode
১৯. আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে রোবটযান পাঠায় কোন দেশ ?
ক) সৌদি আরব
খ) কুয়েত
গ) সংযুক্ত আরব আমিরাত
ঘ) বাহরাইন
সঠিক উত্তর : সংযুক্ত আরব আমিরাত
২০. ১১ ডিসেম্বর ২০২২ সংযুক্ত আরব আমিরাত চন্দ্রাভিযানের জন্য কোন রোভারটি পাঠায় ?
ক) Rashid
খ) Hakuto-R
গ) CuberSat
ঘ) Flashlight
সঠিক উত্তর : Rashid
সংস্থা সংগঠন
২১. ১ জানুয়ারি ২০২৩ G-7’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
ক) ইমানুয়েল ম্যাক্রোঁ (ফ্রান্স)
খ) ওলাফ শলজ (জার্মানি)
গ) জো বাইডেন (যুক্তরাষ্ট্র)
ঘ) ফুমিও কিশিদা (জাপান)
সঠিক উত্তর : ফুমিও কিশিদা (জাপান)
২২. আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) বর্তমান সদস্য দেশ কতটি ?
ক) ১৭২টি
খ) ১৭৩টি
গ) ১৭৪টি
ঘ) ১৭৫টি
সঠিক উত্তর : ১৭৫টি
২৩. ২৯ নভেম্বর ২০২২ কোন দেশ IOM’র ১৭৫তম সদস্যপদ লাভ করে?
ক) আর্জেন্টিনা
খ) বেনিন
গ) বার্বাডোস
ঘ) কানাডা
সঠিক উত্তর : বার্বাডোস
রিপোর্ট-সমীক্ষা
২৪. Forbes’র ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে?
ক) উরসুলা ভন ডার লেন
খ) ক্রিস্তিন লাগার্দ
গ) কমলা হ্যারিস
ঘ) মেরি বাররা
সঠিক উত্তর : উরসুলা ভন ডার লেন
২৫. Forbes’র ২০২২ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত?
ক) ২৯তম
খ) ৩৯তম
গ) ৪২তম
ঘ) ৪৩তম
সঠিক উত্তর : ৪২তম
২৬. ২০২২ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে?
ক) গ্রেটা থুনবার্গ (সুইডেন)
খ) ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
গ) ভলোদিমির জেলেনস্কি (ইউক্রেন)
ঘ) ইলন মাস্ক (দক্ষিণ আফ্রিকা)
সঠিক উত্তর : ভলোদিমির জেলেনস্কি (ইউক্রেন)
২৭. EIU’র ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
ক) সিঙ্গাপুর সিটি (সিঙ্গাপুর)
খ) নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
গ) তেল আবিব (ইসরায়েল)
ঘ) ক + খ
সঠিক উত্তর : ক + খ
২৮. EIU’র ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সস্তা শহর কোনটি?
ক) দামেস্ক (সিরিয়া)
খ) ত্রিপলি (লিবিয়া)
গ) তেহরান (ইরান)
ঘ) তিউনিস (তিউনিসিয়া)
সঠিক উত্তর : দামেস্ক (সিরিয়া)
২৯. প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) মেক্সিকো
গ) ভারত
ঘ) ফিলিপাইন
সঠিক উত্তর : ভারত
৩০. প্রবাসী আয়ে বাংলাদেশ বিশ্বে কততম ?
ক) সপ্তম
খ) অষ্টম
গ) দশম
ঘ) একাদশ
সঠিক উত্তর : সপ্তম
৩১. প্রবাসী আয়ে GDP’তে অবদানে শীর্ষ দেশ কোনটি?
ক) লেবানন
খ) নেপাল
গ) গাম্বিয়া
ঘ) টোঙ্গা
সঠিক উত্তর : টোঙ্গা
৩২. GFP’র ২০২২ সালের সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) রাশিয়া
গ) চীন
ঘ) ভারত
সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র
৩৩. GFP’র ২০২২ সালের সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
ক) লাওস
খ) লিবিয়া
গ) ভুটান
ঘ) আইসল্যান্ড
সঠিক উত্তর : আইসল্যান্ড
৩৪. GFP’র ২০২২ সালের সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৩৫তম
খ) ৪৬তম
গ) ৫০তম
ঘ) ৫২তম
সঠিক উত্তর : ৫০তম
৩৫. ২০২২ সালে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত হন কে?
ক) শেখ হাসিনা
খ) নরেন্দ্র মোদি
গ) বারাক ওবামা
ঘ) সি চিন পিং
সঠিক উত্তর : শেখ হাসিনা
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২২
৩৬. বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) জার্মানি
গ) নেদারল্যান্ডস
ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর : চীন
৩৭. বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) জার্মানি
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জাপান
সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র
৩৮. তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) ভিয়েতনাম
গ) বাংলাদেশ
ঘ) ভারত
সঠিক উত্তর : চীন
৩৯. একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ
সঠিক উত্তর : ২য়
৪০. একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) জাপান
ঘ) হংকং
সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র
৪১. একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) তুরস্ক
খ) ভারত
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন
সঠিক উত্তর : চীন
৪২. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ভিয়েতনাম
গ) বাংলাদেশ
ঘ) চীন
সঠিক উত্তর : যুক্তরাষ্ট্র
৪৩. একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম ?
ক) ২য়
খ) ৩য়
গ) ৪র্থ
ঘ) ষষ্ঠ
সঠিক উত্তর : ৪র্থ
সাহিত্য-সংস্কৃতি
৪৪. মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক বই A Story of My Time গ্রন্থের লেখক কে?
ক) রেহমান সোবহান
খ) মনজুরুল হক
গ) তালুকদার মনিরুজ্জামান
ঘ) এমাজউদ্দিন আহমদ
সঠিক উত্তর : মনজুরুল হক
৪৫. ১৬ ডিসেম্বর ২০২২ মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলা’ এর পরিচালক কে?
ক) মোরশেদুল ইসলাম
খ) নাসির উদ্দীন ইউসুফ
গ) তৌকির আহমেদ
ঘ) কাজী হায়াৎ
সঠিক উত্তর : কাজী হায়াৎ
৪৬. অক্টোবর ২০২২ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন ভাষায় প্রকাশিত হয়?
ক) মালয়
খ) বর্মী
গ) ইতালীয়
ঘ) দোজংখা
সঠিক উত্তর : ইতালীয়
৪৭. ইতালীয় ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে?
ক) লি ডং হিউন
খ) ইয়াওয়ার আমান
গ) কাজুহিরো ওয়াতানাবে
ঘ) আন্না কোক্কিয়ারেল্লা
সঠিক উত্তর : আন্না কোক্কিয়ারেল্লা
ক্রীড়াঙ্গন
৪৮. ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ কতটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে?
ক) ২৯টি
খ) ৩০টি
গ) ৩১টি
ঘ) ৩২টি
সঠিক উত্তর : ৩২টি
৪৯. বাংলাদেশ ভারতের সাথে কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
সঠিক উত্তর : ২টি
৫০. বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কে?
ক) তাসামুল হক
খ) ইফরান হোসেন
গ) আলী আরমান
ঘ) জাকির হাসান
সঠিক উত্তর : জাকির হাসান