সাম্প্রতিক সাধারণ জ্ঞান ফেব্রুয়ারি -২০২৫ (পার্ট-১)


প্রশ্ন: এ দেশের প্রথম নারী ফরেস্টার নিয়োগ পেয়েছেন-
 
উত্তর: মিতা তঞ্চঙ্গ্যা

প্রশ্ন: ‘বৈরাগীর ভিটা’ কোথায় অবস্থিত?
 
উত্তর: মহাস্থানগড়বগুড়া

প্রশ্ন: ২০২৫ সালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের প্রতিপাদ্য বিষয় কী?
 
উত্তর: খাদ্য হোক নিরাপদসুস্থ থাকুক জনগণ’

প্রশ্ন: বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত হয়েছে কবে?
 
উত্তর: ১ ফেব্রুয়ারি

প্রশ্ন: সম্প্রতি, মেক্সিকো ও কানাডার ওপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে?
 
উত্তর: ২৫ শতাংশ

প্রশ্ন: গুগলের নতুন এআই এর নাম কী?
 
উত্তর: আস্ক ফর মি’

প্রশ্ন: সম্প্রতি, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক ‘সিকে নাইডু’ আজীবন সম্মাননা পেয়েছেন-
 
উত্তর: শচীন টেন্ডুলকার

প্রশ্ন: বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় কবে?
 
উত্তর: ২ ফেব্রুয়ারি

প্রশ্ন: অমর একুশে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান কোনটি?
 
উত্তর: বাংলা একাডেমি

প্রশ্ন: বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে?
 
উত্তর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

প্রশ্ন: জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে?
 
উত্তর: ২ ফেব্রুয়ারি

প্রশ্ন: সম্প্রতি দেশে কততম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে?
 
উত্তর: নবম

প্রশ্ন: UNDP হলো-
 
উত্তর: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (United Nations Development Programme)

প্রশ্ন: চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ডিপসিক’ অ্যাপটি সম্প্রতি ব্যবহার নিষিদ্ধ করেছে কোন দেশ?
 
উত্তর: তাইওয়ান

প্রশ্ন: ‘ড্রিম অব দ্য ডেজার্ট’ কী?
 
উত্তর: ট্রেনের নাম

প্রশ্ন: ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ কোথায় নির্মিত হবে?
 
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে

প্রশ্ন: ‘বিএলএ’ কোন অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী?
 
উত্তর: বেলুচিস্তান

প্রশ্ন: বিশ্বের প্রথম স্টার্টআপ প্রতিষ্ঠান কোনটি?
 
উত্তর: OpenAI

প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কবে জন্মগ্রহণ করেন?
 
উত্তর: ০২ ফেব্রুয়ারি১৯৫৩

প্রশ্ন: ‘আগুনপাখি’ ও ‘সাবিত্রী উপাখ্যান’ উপন্যাস দুটির রচয়িতা কে?
 
উত্তর: হাসান আজিজুল হক। (জন্ম: ২ ফেব্রুয়ারি১৯৩৯)

প্রশ্ন: জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে পালিত হয়?
 
উত্তর: ২ ফেব্রুয়ারি

প্রশ্ন: প্রথমবারের মতো ব্রাজিলে বাংলাদেশি পণ্যের মেলা শুরু হবে-
 
উত্তর: ১৫ জুন

প্রশ্ন: বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়?
 
উত্তর: প্রতিবছর ২ ফেব্রুয়ারি

প্রশ্ন: সারা বিশ্বে তৈরি পোশাকের বাজার মূল্য কত?
 
উত্তর: ৮০০ বিলিয়ন ডলার

প্রশ্ন: আন্তর্জাতিক আনবিক সংস্থা (IAEA) এর সদর দপ্তর কোথায়?
 
উত্তর: ভিয়েনাঅস্ট্রিয়া

প্রশ্ন: ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) কোন দেশের জাতীয় আইন প্রয়োগকারী সংস্থা?
 
উত্তর: যুক্তরাজ্য

 

 

প্রশ্ন: অমর একুশে বইমেলা-২০২৫ এর প্রতিপাদ্য কী?
 উত্তর: ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’।

প্রশ্ন: সম্প্রতি, কোন দেশ বাংলাদেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে?
 উত্তর: সুইজারল্যান্ড।

প্রশ্ন: দেশে বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে কত শতাংশ মানুষ?
 উত্তর: ১৯ দশমিক ২ শতাংশ।

প্রশ্ন: ‘টেগর লজ’ কোথায় অবস্থিত?
 উত্তর: কুষ্টিয়া।

প্রশ্ন: ‘বাথ পার্টি’ কোন দেশের রাজনৈতিক দল?
 উত্তর: সিরিয়া।

প্রশ্ন: ‘ড্রিম অব ডেজার্ট’ কী?
 উত্তর: পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন।

প্রশ্ন: ‘রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট’ কোথায় অবস্থিত?
 উত্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: ‘২০২৪ ওয়াইআর৪’ কী?
 উত্তর: আবিষ্কৃত নতুন গ্রহাণু।

প্রশ্ন: BTTC-এর পূর্ণরূপ কী?
 উত্তর: বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে হেলিকপ্টার ও উড়োজাহাজের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে?
 উত্তর: ওয়াশিংটন ডিসি।

প্রশ্ন: অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন-
 উত্তর: ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রশ্ন: ভারতে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে মোদি সরকার চালু করতে যাচ্ছে-
 উত্তর: ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স’ বিল।

প্রশ্ন: ‘ওষুধশিল্প পার্ক’ কোন জেলায় অবস্থিত?
 উত্তর: মুন্সিগঞ্জ।

প্রশ্ন: চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ‘ডিপসিক’-এর প্রতিষ্ঠাতা কে?
 উত্তর: লিয়াং ওয়েনফেং।

প্রশ্ন: ‘বাংলাবান্দা’ হলবন্দর কোন জেলায়?
 উত্তর: পঞ্চগড়।

প্রশ্ন: ফেসবুকের নাম পরিবর্তন করে ‘মেটা’ রাখা হয় কবে?
 উত্তর: ২০২১ সালে।

প্রশ্ন: বিবিএস-এর তথ্যানুযায়ী বর্তমানে দেশের জিডিপির আকার কত?
 উত্তর: ৪৫৯ বিলিয়ন ডলার।

প্রশ্ন: জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
 উত্তর: ব্যাংক অব জাপান।

প্রশ্ন: ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান কী?
 উত্তর: বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫ এর উপস্থিতি।

প্রশ্ন: ‘কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেছেন?
 উত্তর: যতীন্দ্রমোহন বাগচী।

প্রশ্ন: Idealism and Progress গ্রন্থের রচয়িতা কে?
 উত্তর: গোবিন্দ চন্দ্র দেব।

প্রশ্ন: ‘আইকিউ এয়ার’ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
 উত্তর: সুইজারল্যান্ড ভিত্তিক।

প্রশ্ন: API-এর পূর্ণরূপ কী?
 উত্তর: Active Pharmaceutical Ingredients (API)।

প্রশ্ন: ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
 উত্তর: লারস লক্কি রাসমুসেন।