সাম্প্রতিক প্রশ্ন উত্তর (আগষ্ট-২০২২)
(নিজেকে যাচাই করুন, শেষে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আছে। সৌজন্য: প্রথম আলো)
১. অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রকাশিতব্য বইয়ের নাম কী?
ক. হোম ইন দ্য ওয়ার্ল্ড
খ. আইডিয়া অব জাস্টিস
গ. ফার্স্টবয়দের দেশে
ঘ. পরিচয় এবং সংকট
২. ‘I am the Revolution’ উক্তিটি করেছিলেন—
ক. এডলফ হিটলার
খ. বেনিটো মুসোলিনি
গ. নেপোলিয়ন বোনাপার্ট
ঘ. অটোফন বিসমার্ক
৩. কাকে ‘ফরাসি বিপ্লবের শিশু’ বলা হয়?
ক. রুশো
খ. ভলতেয়ার
গ. রোবসপিয়ার
ঘ. নেপোলিয়ন বোনাপার্ট
৪. ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ’ প্রথম সভার উদ্বোধনী অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
ক. ৪ মে ২০২১
খ. ৮ মে ২০২১
গ. ৪ মে ২০২০
ঘ. ৮ মে ২০২০
৫. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের (এএমআর)’ কোন পদে আছেন?
ক. সভাপতি
খ. সেক্রেটারি
গ. সহসভাপতি
ঘ. কো-চেয়ারম্যান
৬. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯৫
খ. ২০০০
গ. ২০০৫
ঘ. ২০১০
৭. সম্প্রতি জাতীয় অধ্যাপক হয়েছেন কে?
ক. অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন
খ. এ কে আজাদ খান
গ. অধ্যাপক মাহমুদ হাসান
ঘ. ওপরের সবাই
৮. আগামী ২০ জুলাই প্রথম ক্রু মহাকাশে পাঠাবে কোন প্রতিষ্ঠান?
ক. স্পেসএক্স
খ. অরিজিন বার্ডস
গ. ব্লু অরিজিন
ঘ. নিউ শেপার্ড
৯. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার কোন অঞ্চলকে ‘সুন্দরী শ্রীভূমি’ বলেছেন?
ক. বান্দরবান
খ. সিলেট
গ. কক্সবাজার
ঘ. রাঙামাটি
১০. ছন্দোবদ্ধ ভাষায় রচিত সাহিত্যকে কী বলা হয়?
ক. গল্প
খ. কবিতা
গ. নাটক
ঘ. উপন্যাস
১১. কোন নাটক দর্শক হৃদয়ে করুণ রসের আনন্দ সৃষ্টি করে?
ক. ট্র্যাজেডি
খ. কমেডি
গ. সামাজিক নাটক
ঘ. প্রহসন
১২. কতজন যোদ্ধা নিয়ে মুক্তিফৌজ গঠিত হয়েছিল?
ক. ৩০ হাজার
খ. ৪০ হাজার
গ. ৫০ হাজার
ঘ. ৬০ হাজার
১৩. ‘স্যাপিয়েন্স: আ ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ড’ নামক বইটির লেখক কে?
ক. স্টিফেন হকিং
খ. আইনস্টাইন
গ. চার্লস ডারউইন
ঘ. ইউভাল নোয়াহ হারারি
১৪. গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দ্বিতীয় শীর্ষ দেশ কোনটি?
ক. চীন
খ. ভারত
গ. যুক্তরাষ্ট্র
ঘ. রাশিয়া
১৫. ১৯৭২ সালের ১৭ মার্চ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সুহৃদ ইন্দিরা গান্ধী বাংলাদেশ সফরকালে কোথায় ভাষণ দিয়েছিলেন?
ক. তৎকালীন রেসকোর্স ময়দান
খ. জাতীয় সংসদের চত্বরে
গ. পল্টন ময়দান
ঘ. চট্টগ্রাম লালদিঘির পাড়
১৬. ‘স্বাধীনতা স্তম্ভ’ কোথায় অবস্থিত?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. সোহরাওয়ার্দী উদ্যান
ঘ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১৭.২০১৪ সালে নিম্ন আয়ের দেশ এবং নিম্ন মধ্যম আয়ের দেশগুলোকে বিশেষ প্রণোদনা দিয়ে শূন্য শুল্কে বাজার সুবিধা দেওয়ার যে কর্মসূচি চালু করা হয়, তা কী নামে পরিচিত?
ক. জিএসপি
খ. জিএসপি প্লাস
গ. জিএসটি
ঘ. জিএসটি প্লাস
১৮. উইঘুর মুসলিম সম্প্রদায়ের বাস কোন দেশে?
ক. ভারত
খ. ইন্দোনেশিয়া
গ. মালয়েশিয়া
ঘ. চীন
১৯. কোন তারিখে বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে পদার্পণ করেছে?
ক.৯ মে
খ.১১ মে
গ.১৩ মে
ঘ.১৫ মে
২০. আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত?
ক. জেরুজালেম
খ. ইন্দোনেশিয়া
গ. মক্কা
ঘ. করাচি
২১. সম্প্রতি চীনের কোন রোভার রোবটটি লাল গ্রহের মাটিতে অবতারণ করেছে?
ক. মুরং
খ. হাজং
গ. ঝুরং
ঘ. শলাং
২২. কোন নভোযানে করে ঝুরং রোভার রোবটটিকে মঙ্গলে পাঠানো হয়েছে?
ক. শিনজিং-১
খ. জিনজিয়াং-১
গ. শেপিং-১
ঘ. তিয়ানওয়েন-১
২৩. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত?
ক. ১৯০৯ ডলার
খ. ২০৬৪ ডলার
গ. ২২২৭ ডলার
ঘ. ২২৭২ ডলার
২৪. কোনটি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র?
ক. ফিলিস্তিন
খ. ইসরাইল
গ. চীন
ঘ. ভারত
২৫. ফিলিস্তিনের সরকারি ভাষা কোনটি?
ক. ইংরেজি
খ. আরবি
গ. স্প্যানিশ
ঘ. পর্তুগিজ
১. অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রকাশিতব্য বইয়ের নাম কী?
উত্তর: হোম ইন দ্য ওয়ার্ল্ড
২. 'I am the Revolution' উক্তিটি করেছিলেন—
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট
৩. কাকে 'ফরাসি বিপ্লবের শিশু' বলা হয়?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট
৪. ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ’ প্রথম সভার উদ্বোধনী অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৪ মে ২০২১
৫. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ’ কোন পদে আছেন?
উত্তর: সহসভাপতি
৬. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২০০০
৭. সম্প্রতি জাতীয় অধ্যাপক হয়েছেন কে?
উত্তর: ওপরের সবাই
৮. আগামী ২০ জুলাই প্রথম ক্রু মহাকাশে পাঠাবে কোন প্রতিষ্ঠান?
উত্তর: ব্লু অরিজিন (জেফ বেজোস প্রতিষ্ঠিত)
৯. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার কোন অঞ্চলকে 'সুন্দরী শ্রীভূমি' বলেছেন?
উত্তর: সিলেট
১০. ছন্দোবদ্ধ ভাষায় রচিত সাহিত্যকে কী বলা হয়?
উত্তর: কবিতা
১১. কোন নাটক দর্শক হৃদয়ে করুণ রসের আনন্দ সৃষ্টি করে?
উত্তর: ট্র্যাজেডি
১২. কতজন যোদ্ধা নিয়ে মুক্তিফৌজ গঠিত হয়েছিল?
উত্তর: ৩০ হাজার
১৩. 'স্যাপিয়েন্স: আ ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ড' নামক বইটির লেখক কে?
উত্তর: ইউভাল নোয়াহ হারারি
১৪. গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দ্বিতীয় শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র (চীন প্রথম)
১৫.১৯৭২ সালের ১৭ মার্চ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সুহৃদ ইন্দিরা গান্ধী বাংলাদেশ সফরকালে কোথায় ভাষণ দিয়েছিলেন?
উত্তর: তৎকালীন রেসকোর্স ময়দান
১৬. 'স্বাধীনতা স্তম্ভ' কোথায় অবস্থিত?
উত্তর: সোহরাওয়ার্দী উদ্যান
১৭. ২০১৪ সালে নিম্ন আয়ের দেশ এবং নিম্ন মধ্যম আয়ের দেশগুলোকে বিশেষ প্রণোদনা দিয়ে শূন্য শুল্কে বাজার সুবিধা দেওয়ার যে কর্মসূচি চালু করা হয়, তা কী নামে পরিচিত?
উত্তর: জিএসপি প্লাস
১৮. উইঘুর মুসলিম সম্প্রদায়ের বাস কোন দেশে?
উত্তর: চীন
১৯. কোন তারিখে বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে পদার্পণ করেছে?
উত্তর: ১১ই মে
২০. আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: জেরুজালেম
২১. সম্প্রতি চীনের কোন রোভার রোবটটি লাল গ্রহের মাটিতে অবতারণ করেছে?
উত্তর: ঝুরং
২২. কোন নভোযানে করে ঝুরং রোভার রোবটটিকে মঙ্গলে পাঠানো হয়েছে?
উত্তর: তিয়ানওয়েন-১
২৩. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত?
উত্তর: ২২২৭ ডলার
২৪. কোনটি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র?
উত্তর: ফিলিস্তিন
২৫. ফিলিস্তিনের সরকারি ভাষা কোনটি?
উত্তর: আরবি