সাম্প্রতিক সাধারণ জ্ঞান- জুন, ২০২৩

বি.দ্র. আমাদের এই সাধারণ জ্ঞান ২০২৩ (সকল বিষয়) এ্যাপটি বেশি বেশি শেয়ার ও রেটিং দিয়ে সহায়তা করুন।

বাংলাদেশ বিয়ষাবলী

প্রশ্ন : দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর : কক্সবাজারের খুরুশকুলে (৬০ মেগাওয়াট)।

 

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার কে?

উত্তর : সারাহ কুক ।

 

প্রশ্ন : ঘূর্ণিঝড় মোখা আঘাত হানে কবে?

উত্তর : ১৪ মে ২০২৩ ।

 

প্রশ্ন : ২৪ এপ্রিল ২০২৩ কোন প্রতিষ্ঠান একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি দেয়?

উত্তর : International Association of Genocide Scholars (IAGS)।

 

প্রশ্ন : মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে সবুজ কারখানা কতটি?

উত্তর : ১৯৫টি।

 

প্রশ্ন : দেশের দীর্ঘতম আন্ডারপাস নির্মিত হবে কোথায়?

উত্তর : ঢাকার বিমানবন্দর এলাকায়; দৈর্ঘ্য ১.৭ কিলোমিটার।

 

প্রশ্ন : আর্থিক প্রতিষ্ঠান ‘নগদ ফাইন্যান্স পিএলসি চূড়ান্ত লাইসেন্স পায় কবে?

উত্তর : ১৭ মে ২০২৩ ।

 

প্রশ্ন : ‘এগিয়ে যাবে বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রশ্ন : সৈয়দ শামসুল হককে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জলেশ্বরীর বরপুত্র পরিচালনা করেন কে?

উত্তর: মো. রাসেল রানা দোজা

 

প্রশ্ন : মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশে ভারতের কয়টি ভিসা আবেদন কেন্দ্র রয়েছে?

উত্তর : ১৬টি।

 

প্রশ্ন : দেশে প্রথমবারের মতো ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো কবে অনুষ্ঠিত হবে?

উত্তর : ৯ জুন ২০২৩।

 

প্রশ্ন : মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২৭ এপ্রিল ২০২৩ কতজন জাপানি নাগরিককে ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার দেওয়া হয়?

উত্তর : চারজন ।

 

প্রশ্ন : ২৩ মে ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি পদক প্রাপ্তির কত বছর পালিত হয়?

উত্তর : ৫০তম বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী)।

 

প্রশ্ন : ১২ এপ্রিল ২০২৩ কোন উপজেলা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত হয়?

উত্তর : কুতুবদিয়া, কক্সবাজার ।

 

প্রশ্ন : ২৬ এপ্রিল ২০২৩ জাপানের সাথে বাংলাদেশের কয়টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়?

উত্তর : ১টি চুক্তি ও ৭টি সমঝোতা স্মারক।

 

আন্তর্জাতিক বিয়ষাবলী

প্রশ্ন : ভারতের নতুন সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর: বিমল প্যাটেল।

 

প্রশ্ন : এশিয়ার প্রথম ‘চিফ হিট অফিসার কে?

উত্তর : বুশরা আফরিন।

 

প্রশ্ন : কোন ব্যক্তি সর্বোচ্চ ২৮ বার মাউন্ট এভারেস্ট জয় করেন?

উত্তর : কামি রিতা শেরপা (২৩ মে ২০২৩ পর্যন্ত)

 

প্রশ্ন : ভারতে প্রথম ক্যাবলভিত্তিক রেল সেতুর নাম কী?

উত্তর : অঞ্জি খাড় সেতু ।

প্রশ্ন: ২৩ এপ্রিল ২০২৩ জাপানের ইতিহাসে সবচেয়ে কম বয়সি মেয়র নির্বাচিত হন কে?

উত্তর : রোসুকে তাকাশিমা ।

 

প্রশ্ন: বিশ্বের শীর্ষ গাড়ি রপ্তানিকারক দেশ কোনটি?

উত্তর : চীন (দ্বিতীয় জাপান) ।

 

প্রশ্ন : সুদানের আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (RSF) প্রধান কে?

উত্তর : জেনারেল মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি)।

 

প্রশ্ন : ‘লিটল ইংল্যান্ড নামে খ্যাত কোন দেশ?

উত্তর : বার্বাডোস ।

 

প্রশ্ন : ইউরোপের সবচেয়ে বড় ও বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক চুল্লি ফিনল্যান্ডের ওলকিলুওতো ৩ (OLO3) থেকে কবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়?

উত্তর : ১৬ এপ্রিল ২০২৩।

 

প্রশ্ন : ১৯ মে ২০২৩ ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাজার থেকে কত রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দেয়?

উত্তর : ২,০০০ রুপির।

 

প্রশ্ন : ৭ মে ২০২৩ কোন দেশ পুনরায় আরব লীগের সদস্যপদ ফিরে পায়?

উত্তর : সিরিয়া ।

 

প্রশ্ন : ১৭ এপ্রিল ২০২৩ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘চ্যাটজিপিটির মোকাবিলায় কোন প্রযুক্তি আনার ঘোষণা দেন ইলন মাস্ক?

উত্তর: ট্রুথজিপিটি ।

 

প্রশ্ন : তুরস্কের পঞ্চম প্রজন্মের নতুন জাতীয় যুদ্ধ বিমানের নাম কী?

উত্তর : ‘কান (KAAN); এটি টিএফ- এক্স নামে পরিচিত।

 

প্রশ্ন : ১২ মে ২০২৩ নিয়োগপ্রাপ্ত টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এর নাম কী?

উত্তর : লিন্ডা ইয়াকারিনো

 

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপী ঋণের হারে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : শ্রীলংকা (দ্বিতীয় বাংলাদেশ)।

 

প্রশ্ন : প্রথম পাকিস্তানি হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ফেলোশিপ লাভ করেন কে?

উত্তর : নোবেল জয়ী মালালা ইউসুফজাই ।

 

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : মে ২০২৩ পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজ জয় লাভ করেছে?

উত্তর : ৩৪টি ।

 

প্রশ্ন : তৃতীয়বারের মতো ‘উইজডেনএর বর্ষসেরা ক্রিকেটার ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড পুরস্কার লাভ করেন কে?

উত্তর : বেন স্টোকস (ইংল্যান্ড)।

 

প্রশ্ন : ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (FWA) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন কে?

উত্তর : আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)।

 

প্রশ্ন : পর্তুগিজ অভিধানে বিশেষণ বোঝাতে নতুন কোন শব্দটি যুক্ত হয়?

উত্তর : পেলে; ‘সেরা বোঝাতে এ শব্দটি ব্যবহার করা হবে ।

 

প্রশ্ন : ১৭ মে ২০২৩ বঙ্গবন্ধু চ্যালেঞ্জ ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তর : বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ।