২০২২ সালের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর আলোচিত ঘটনাপঞ্জি
জানুয়ারি ২০২২
বাংলাদেশ
- ৬ জানুয়ারি ২০২২ বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন হয় – ঢাকার বিজয় সরণিতে।
- ১০ জানুয়ারি ২০২২ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের—৫০ বছর পূর্তি হয়।
- পাঠকনন্দিত গোয়েন্দা চরিত্র মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন – ১৯ জানুয়ারি ২০২২।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ লাভ করেন দেশের – ১৫ জন বিশিষ্ট নাগরিক।
আন্তর্জাতিক
- রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (RCEP) কার্যকর হয়— ১ জানুয়ারি
- ২০২২ সালের জন্য ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন রাবাব ফাতিমা।
- ইরান-তালেবান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে—৯ জানুয়ারি ২০২২।
- টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন— রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার)।
ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে বাংলাদেশ সমঝোতা স্মারক সই করেছে—রাশিয়ান গ্লাভকসমসের সঙ্গে (২ ফেব্রুয়ারি ২০২২)।
- বাংলা একাডেমির নতুন সভাপতি হন—কথাসাহিত্যিক সেলিনা হোসেন (নিয়োগ : ৩ ফেব্রুয়ারি ২০২২ ) ।
- মন্ত্রিসভা জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নেয় – ২০ ফেব্রুয়ারি ২০২২।
- একুশে পদক ২০২২ পেয়েছেন – দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিক।
আন্তর্জাতিক
- ১ ফেব্রুয়ারি জাতিসংঘ Peace Building Commission-এর প্রথম নারী সভাপতি নির্বাচিত হন – রাবাব ফাতিমা (বাংলাদেশ)।
- ২ ফেব্রুয়ারি ২০২২ সফলভাবে মহাকাশের কক্ষপথে পাঠানো যুক্তরাষ্ট্রের গুপ্তচর স্যাটেলাইটির নাম – এনআরওএল-৮৭।
- রাশিয়া ইউক্রেনে সামরিক হা*মলা শুরু করে— ২৪ ফেব্রুয়ারি ২০২২।
- চীনের রাজধানী বেইজিংয়ে ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস উদ্বোধন হয় – ৪ ফেব্রুয়ারি ২০২২।
মার্চ ২০২২
বাংলাদেশ
- ১ মার্চ ২০২২ দেশে প্রথমবারের মতো ই-সিম ( Embedded SIM) চালু করে— গ্রামীণফোন।
- জয়বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় – ২ মার্চ ২০২২।
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা প্রদান করেন – ২১ মার্চ ২০২২।
- মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপ্তি হয় – ৩১ মার্চ ২০২২ ।
আন্তর্জাতিক
- ইউক্রেনের অলিভিয়া বন্দরে বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ হামলার শিকার হয় – ২ মার্চ ২০২২ ।
- ইরান **** 2 নামক সামরিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে—৮ মার্চ ২০২২ ।
- যুক্তরাষ্ট্র মিয়ানমারের রোহিঙ্গা নিধনকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়— ২১ মার্চ ২০২২।
- সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা যান – ৪ মার্চ ২০২২।
এপ্রিল ২০২২
বাংলাদেশ
- ৫ এপ্রিল ২০২২ গাজীপুরকে দেশের—৩৭তম নদীবন্দর ঘোষণা করা হয়।
- মারমা বাংলা ভাষার অভিধান উন্মোচন করা হয়— ৮ এপ্রিল ২০২২।
- বাগদা চিংড়িকে দেশের দশম ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ প্রদান করা হয় – ২৪ এপ্রিল ২০২২।
- দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হয়—কক্সবাজারে।
আন্তর্জাতিক
- রাষ্ট্র হিসেবে লেবাননকে দেউলিয়া ঘোষণা করা হয়— ৪ এপ্রিল ২০২২ ।
- ১২ এপ্রিল ২০২২ শ্রীলঙ্কার সরকার – ৫২ বিলিয়ন ডলার ঋণখেলাফির ঘোষণা দেয় ।
- রুশ যুদ্ধজাহাজ মস্কোভা কৃষ্ণসাগরে ডুবে যায় – ১৪ এপ্রিল ২০২২।
- ৯৪তম অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়—কোড়া।
- ১২তম নারী বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়—অস্ট্রেলিয়া।
মে ২০২২
বাংলাদেশ
- নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গ্লোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট” অনুষ্ঠিত হয় – ৬ মে
- সাংবাদিক, গীতিকার ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরী মৃত্যুবরণ করেন – ১৯ মে ২০২২ ।
- ২০২২ সালে বাংলাদেশের ডিজিটাল ভূমি কর ব্যবস্থা – WSIS চ্যাম্পিয়নের স্বীকৃতি লাভ করে।
- মন্ত্রিসভার বৈঠকে জাতীয় মানসিক স্বাস্থ্যনীতি, বাংলাদেশ ২০২২ অনুমোদন দেওয়া হয় – ১৯ মে ২০২২।
আন্তর্জাতিক
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অস্ত্র দিতে Lend- Lease আইনে স্বাক্ষর করেন – ৯ মে ২০২২।
- ফিনল্যান্ড ও সুইডেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে— ১৮ মে ২০২২।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (IPEF) আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন—২৩ মে ২০২২।
- ২৬ মে ঘোষিত আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন—গীতাঞ্জলি শ্রী (অনুবাদ বই : Tomb of Sand)।
জুন ২০২২
বাংলাদেশ
- দেশের প্রথম স্কিন ব্যাংক চালু হয়— শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে (৮ জুন ২০২২)।
- ৯ জুন ২০২২ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন বাংলাদেশের – রাবাব ফতিমা।
- ২০২২-২৩ অর্থবছরের বাজেটের মোট আকার – ৬,৭৮,০৬৪ কোটি টাকা।
- দেশে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা শুরু হয় – ১৫ জুন ২০২২।
- ২০ জুন ২০২২ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান – মোহাম্মদ আবদুল মুহিত।
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন — ২৫ জুন ২০২২।
- পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয় – ২৬ জুন ২০২২।
আন্তর্জাতিক
- রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি হয় – ২ জুন ২০22 ।
- ২৬ জুন ২০২২ জি-৭-এর ৪৮তম সম্মেলন শুরু হয়—জার্মানিতে।
- ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হন—রাফায়েল নাদাল (স্পেন)।
- বিশ্বভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফি আসে – ৮ জুন ২০২২।
জুলাই ২০২২
বাংলাদেশ
- দেশের ৬১তম তফসিলি ব্যাংক – সিটিজেন ব্যাংক (কার্যক্রম শুরু : ৩ জুলাই ২০২২)।
- ১২ জুলাই ২০২২ বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন – আব্দুর রউফ তালুকদার।
- সরকার ২১ জুলাই ২০২২ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করে—পঞ্চগড় ও মাগুরা জেলাকে।
- ২২ জুলাই ২০২২ প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটু জয় করেন—ওয়াসফিয়া নাজরীন।
আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো সৌদি আরব সফর করেন – ১৫ জুলাই
- ২৫ জুলাই ২০২২ ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন— দ্রৌপদী মুর্মু।
- মুদ্রাবাজার নিয়ন্ত্রণে স্বর্ণমুদ্রা চালু করে—জিম্বাবুয়ে।
- ২০২২ সালের লিঙ্গ সমতায় শীর্ষ দেশ—আইসল্যান্ড।
আগস্ট ২০২২
বাংলাদেশ
- ৮ আগস্ট ২০২২ বাংলাদেশের ১৬টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা প্রদান করে দক্ষিণ এশিয়ার দেশ—ভুটান।
- ঢাকা মহানগরের জন্য নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (DAP) গেজেট প্রকাশ করা হয়—২৩ আগস্ট ২০২২ ।
- স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের চেয়ারপারসন – মাননীয় প্রধানমন্ত্রী।
- Detailed Area Plan (DAP)- এর আয়তন – ১,৫২৮ বর্গকিলোমিটার।
আন্তর্জাতিক
- তাইওয়ান নিয়ে চীন নতুন শ্বেতপত্র প্রকাশ করে—১০ আগস্ট ২০২২।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বহুল আলোচিত ‘মুদ্রাস্ফীতি হ্রাস বিল’-এ স্বাক্ষর করেন—১৬ আগস্ট ২০২২ ।
- ইসরায়েল ও তুরস্কের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক চালু হয়— ১৭ আগস্ট ২০২২ ।
- ২০ আগস্ট ২০২২ দক্ষিণ আফ্রিকার জুলু সম্প্রদায়ের নতুন রাজা হিসেবে অভিষেক হয়—মিসুজুল কা জুলেথিনের।
সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সেনাদের বংশধরদের মুজিব বৃত্তি প্রদান করেন—৭ সেপ্টেম্বর ২০২২।
- বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক—চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
- ১৯ সেপ্টেম্বর ২০২২ নারী সাফ চ্যাম্পিয়নসে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় – বাংলাদেশ।
- বাংলাদেশ আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থার (WIPO) মারাকাশ চুক্তি অনুস্বাক্ষর করে — ২৬ সেপ্টেম্বর ২০২২।
আন্তর্জাতিক
- ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণ হয় – ৮ সেপ্টেম্বর ২০২২।
- যুক্তরাজ্যের নতুন রাজা হন— তৃতীয় চার্লস (নতুন রানি : ক্যামিলা)।
- এশিয়া কাপ ক্রিকেটে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়—শ্রীলঙ্কা।
- ১৩ সেপ্টেম্বর ২০২২ শুরু হয় জাতিসংঘ সাধারণ পরিষদের – ৭৭তম অধিবেশন।
- ১৯ সেপ্টেম্বর ২০২২ নেপালকে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়ন হয়—বাংলাদেশ।
- এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব প্রদান করা হয় – ২৬ সেপ্টেম্বর ২০২২।
অক্টোবর ২০২২
বাংলাদেশ
- দেশের প্রথম ক্লাইমেট সেন্টারের যাত্রা শুরু হয়— ১ অক্টোবর ২০২২।
- দেশের প্রথম ছয় লেনের মধুমতী সেতু উদ্বোধন করা হয় – ১০ অক্টোবর ২০২২।
- ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে আঘাত হানে – ২৪ অক্টোবর ২০২২।
- মন্ত্রিসভা জাতীয় সংবিধান দিবসকে জাতীয়করণ করে – ৩১ অক্টোবর ২০২২।
আন্তর্জাতিক
- ভারতে ফাইভ-জি সেবা চালু হয়— ১ অক্টোবর ২০২২।
- ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগের একমাত্র মাধ্যম কার্চ সেতুতে বিস্ফোরণ হয়—৮ অক্টোবর ২০২২।
- ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করতে চুক্তি স্বাক্ষরিত হয় – ১০ অক্টোবর ২০২২ ।
- ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (BBC) ১০০ বছর পূর্তি হয়— ১৮ অক্টোবর ২০২২।
- ৩০ অক্টোবর ২০২২ ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন—লুইস ইনাসিও লুলা দা সিলভা।
নভেম্বর ২০২২
বাংলাদেশ
- দেশে প্রথমবারের মতো সরকারিভাবে জাতীয় সংবিধান দিবস পালিত হয় – ৪ নভেম্বর ২০২২।
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ উদ্বোধন করেন— ১২ নভেম্বর ২০২২।
- ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম ‘বিনিময় সেবার উদ্বোধন – ১৩ নভেম্বর ২০২২।
- দেশের প্রথম নারী হিসেবে হিমালয়ের ডোলমা খাং পর্বতচূড়া জয় করেন—শায়লা পারভীন বিথী।
- জাতিসংঘে শান্তি রক্ষা মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ দেশ —বাংলাদেশ।
আন্তর্জাতিক
- মিসরের শারম আল-শেখে ২৭তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (*** 27 ) শুরু হয়—৬ নভেম্বর ২০২২।
- অষ্টম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় —ইংল্যান্ড।
- ইন্দোনেশিয়ার বালিতে দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন শুরু ১৫ নভেম্বর ২০22।
- বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করে – ১৫ নভেম্বর ২০২২।
ডিসেম্বর ২০২২
বাংলাদেশ
- পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৫ বছর পূর্ণ হয় – ২ ডিসেম্বর ২০২২।
- জলবায়ু গবেষণায় দেশের প্রথম ক্লাইমেট সেন্টারের যাত্রা শুরু হয় – ১ অক্টোবর ২০২২; শ্রীপুর, গাজীপুরে।
- যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে প্রথম ধাপে রোহিঙ্গা নিচ্ছে— ৬২ জন (এরপর বছরে ৩০০-৮00 জন রোহিঙ্গা নেবে)।
- জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ দেশ—বাংলাদেশ।
- ই-গভর্নমেন্ট সূচক-২০২২-এ শীর্ষ দেশ : ডেনমার্ক (বাংলাদেশ : ১১১তম)।
আন্তর্জাতিক
- পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করে – ১৫ নভেম্বর ২০২২।
- আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে রোবটযান পাঠিয়েছে—সংযুক্ত আরব আমিরাত।
- বিশ্বকাপ ফুটবল ২০২২-এ চ্যাম্পিয়ন— আর্জেন্টিনা (রানার্সআপ : ফ্রান্স ) ।
- প্রথম নারী রেফারি হিসেবে কাতার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেন—স্তেফানি ফ্রাপার (ফ্রান্স)।
- কানাডার মন্ট্রিয়লে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন কপ ১৫ (শুরু ৭ ডিসেম্বর ও শেষ ১৯ ডিসেম্বর ২০২২)।