শিক্ষক নিবন্ধন পরীক্ষা: চূড়ান্ত সাজেশন

স্কুল ও কলেজ লেভেলের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলি পাস করলেই রিটেনে বসা যায়। ১০০ নম্বরের প্রিলিতে সব মিলিয়ে ৪০ পেলে পাস ধরা হয়। তবুও ৫০ নম্বরই সেফ জোন। সুতরাং বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব না পড়ে বেছে বেছে পড়তে পারেন। আপনারা যাঁরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাঁদের জন্য আজ থাকছে চূড়ান্ত সাজেশন:

বাংলা 
বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসে বেশি। সাহিত্য থেকে আসে বড়জোর এক-দুটি। এ জন্য বিসিএস প্রিলির বিগত সালের সাহিত্যের প্রশ্নগুলো সমাধান 
করলেই হয়ে যায়।

ব্যাকরণ

ইংরেজি
এই অংশে অনেকে ভয় পায়। তবে ভয়ের কিছু নেই। এখান থেকে সহজেই নম্বর তোলা যায়। ইংরেজি অংশের জন্য পড়তে হবে:

গণিত

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার